প্রথমে তাদের নাম ঠিকানা জিজ্ঞাসা করা হলে বিভিন্ন রকম জায়গার নাম বলতে থাকে তারা। এরপর তাদের পরিচয় পত্র চাওয়া হলে কোন কিছুই দেখাতে পারেনি। এতেই তীব্র সন্দেহ হয় এলাকার মানুষের। এরপরেই ক্ষিপ্ত জনতার রোষের মুখে পড়ে ওই আট জন। এর পরেই গণধোলাই দেওয়া হয় অভিযুক্তদের। জিজ্ঞাসাবাদ করলে বেশকিছু অসঙ্গতিপূর্ণ উত্তর দেয় অভিযুক্তরা। বিষয়টি দাসপুর থানায় জানানো হলে, দাসপুর থানার পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্তদের আটক করে নিয়ে গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে সমগ্র এলাকা জুড়ে।
advertisement
প্রসঙ্গত, কিছুদিন আগেই নিমতলা মহাপ্রভু মন্দির এর নবকুঞ্জ অনুষ্ঠানের সময় বহু মানুষের গলা থেকে সোনার হার ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। যার ফলে আজকের এই হোলির দিনে রীতিমতো সজাগ ছিল মন্দির কমিটি। তাই দুপুরে ভিড় হওয়ার পূর্বেই এধরনের একটি গ্যাংকে আটক করা সম্ভব হয়েছে।