প্রসঙ্গত উল্লেখ্য, খড়গপুর শহরবাসীর বহু প্রতীক্ষিত গিরি ময়দান স্টেশন সংলগ্ন ওভার ব্রিজের কাজ চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই শেষ হবে বলে ডিআরএম জানিয়েছেন। এছাড়াও, খড়্গপুরের নতুন ওভারব্রিজের (বোগদা সংলগ্ন) সাথে লিফটের সংযোগ করা হবে, দুই প্রান্তে টিকিট কাউন্টার হবে এবং সিসিটিভি সহ সমস্ত পরিষেবা দেওয়া হবে বলে জানা গেছে। ইতিমধ্যেই, খড়্গপুর রেলওয়ে বিভাগের খড়্গপুর স্টেশন ছাড়াও মেদিনীপুর স্টেশনেও একটি নতুন ফুট ওভারব্রিজের কাজ সম্পন্ন হয়েছে এবং তা যাত্রীদের জন্য চালু করা হয়েছে বলে জানিয়েছেন ডিভিশনের আধিকারিক। DRM মনোরঞ্জন প্রধান এও জানান, খড়্গপুর ডিভিশনে ১০০ ভাগ ইলেকট্রিফিকেশনের কাজ শেষ হয়েছে। স্বাস্থ্য পরিষেবার জন্য রেলের হাসপাতালে ডায়ালিসিস-এর ব্যবস্থা শুরু করা হয়েছে। শুধু তাই নয়, হয়েছে অক্সিজেন প্ল্যান্ট। এছাড়াও, খড়গপুর রেলওয়ে বিভাগে লোকাল ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।
advertisement