TRENDING:

Kharagpur Railway: অতিমারী পরিস্থিতির মধ্যেও রেকর্ড আয় করল দক্ষিণ পূর্ব রেলের খড়্গপুর ডিভিশন

Last Updated:

DRM মনোরঞ্জন প্রধান জানান, খড়্গপুর ডিভিশনে ১০০ ভাগ ইলেকট্রিফিকেশনের কাজ শেষ হয়েছে। স্বাস্থ্য পরিষেবার জন্য রেলের হাসপাতালে ডায়ালিসিস ব্যবস্থা শুরু করা হয়েছে। শুধু তাই নয়, হয়েছে অক্সিজেন প্ল্যান্টও

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পশ্চিম মেদিনীপুর- অতিমারী পরিস্থিতির মধ্যেও রেকর্ড আয় করল দক্ষিণ পূর্ব রেলের (South Eastern Railway) খড়্গপুর ডিভিশন (Kharagpur Division)। ২০২০-'২১-এর  তুলনায় কয়েকগুণ বেশি আয় হয়েছে ২০২১-'২২ বর্ষে। মালপত্র পরিবহন, যাত্রী পরিবহন থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফাইন (মূলত, বিনা টিকিটের যাত্রী)- সবকিছুতেই এবার রেকর্ড আয় করেছে খড়্গপুর ডিভিশন।‌ শুক্রবার একটি সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছেন খড়্গপুর ডিভিশনের ডিআরএম (DRM- Divisional Railway Manager) মনোরঞ্জন প্রধান। তিনি জানিয়েছেন, মাল পরিবহন (Goods Earnings) থেকে ২০০৬ কোটি টাকা, প্যাসেঞ্জার বা যাত্রী পরিবহন থেকে ১০২৯ কোটি টাকা এবং বিনা টিকিটের যাত্রীদের ফাইন করে ১৭ কোটি টাকা আয় করেছে খড়্গপুর ডিভিশন। এছাড়াও, আরও ১১৯ কোটি টাকা আয় হয়েছে বিভিন্ন ধরনের ফাইন বা অন্যান্য বিষয় থেকে। এই অতিমারী পরিস্থিতিতে এই ধরনের আয় যে দেশের অর্থনীতির প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা জানিয়েছেন DRM। তবে, এই সময়ের মধ্যে যাত্রী পরিষেবায় এবং স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেও খড়্গপুর ডিভিশন গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বলে তিনি জানিয়েছেন।
advertisement

প্রসঙ্গত উল্লেখ্য, খড়গপুর শহরবাসীর বহু প্রতীক্ষিত গিরি ময়দান স্টেশন সংলগ্ন ওভার ব্রিজের কাজ চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই শেষ হবে বলে ডিআরএম জানিয়েছেন। এছাড়াও, খড়্গপুরের নতুন ওভারব্রিজের (বোগদা সংলগ্ন) সাথে লিফটের সংযোগ করা হবে, দুই প্রান্তে টিকিট কাউন্টার হবে এবং সিসিটিভি সহ সমস্ত পরিষেবা দেওয়া হবে বলে জানা গেছে। ইতিমধ্যেই, খড়্গপুর রেলওয়ে বিভাগের খড়্গপুর স্টেশন ছাড়াও মেদিনীপুর স্টেশনেও একটি নতুন ফুট ওভারব্রিজের কাজ সম্পন্ন হয়েছে এবং তা যাত্রীদের জন্য চালু করা হয়েছে বলে জানিয়েছেন ডিভিশনের আধিকারিক। DRM মনোরঞ্জন প্রধান এও জানান, খড়্গপুর ডিভিশনে ১০০ ভাগ ইলেকট্রিফিকেশনের কাজ শেষ হয়েছে। স্বাস্থ্য পরিষেবার জন্য রেলের হাসপাতালে ডায়ালিসিস-এর ব্যবস্থা শুরু করা হয়েছে। শুধু তাই নয়, হয়েছে অক্সিজেন প্ল্যান্ট। এছাড়াও, খড়গপুর রেলওয়ে বিভাগে লোকাল ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কটুক্তি 'চুলোয় যাক'! লক্ষ্য স্থির রেখে সফল তৃতীয় লিঙ্গের দুই প্রতিমা শিল্পী
আরও দেখুন
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Kharagpur Railway: অতিমারী পরিস্থিতির মধ্যেও রেকর্ড আয় করল দক্ষিণ পূর্ব রেলের খড়্গপুর ডিভিশন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল