কাউন্সিলর পূজা নাউডু (Councillor Puja Naidu)জানান, প্রতিবছর নানান ধরনের সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই চক্ষু পরীক্ষা শিবির এই নিয়ে দ্বিতীয় বার হচ্ছে। এই শিবিরে একদিকে যেমন দরিদ্র মানুষের চক্ষু পরীক্ষা করা হয়, তেমনই যে সমস্ত মানুষের অপারেশন, ঔষধ এবং চশমার প্রয়োজন, সেই সমস্ত মানুষদের সবকিছুই বিনামূল্যে দেওয়া হচ্ছে। প্রথম দিনের শিবিরে ১০০ জন দরিদ্র মানুষের চক্ষু পরীক্ষা করার লক্ষমাত্রা রাখা হয়েছে, যদি ১০০ জনের বেশি মানুষ শিবিরে উপস্থিত হয়, তাহলে দ্বিতীয় দিনও এই শিবির করা হবে। প্রথম দিনের চক্ষু পরীক্ষা শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খড়্গপুর সদর মহকুমা শাসক(Kharagpur SDO) আজমল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন খড়্গপুর পুরসভার পুরপ্রধান প্রদীপ সরকার(Chairman Pradip Sarkar), ১৮ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার এ. পুজা নাইডু সহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এদিনের শিবিরকে কেন্দ্রকরে ১৮ নং ওয়ার্ডের মানুষদের মধ্যে ছিল বিশেষ উৎসাহ উদ্দীপনা। ওয়ার্ড কাউন্সিলার জানান, আগামী দিনে আরও বড় ধরণের চক্ষু পরীক্ষা শিবির করার পরিকল্পনা নেওয়া হবে। শিবিরে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়েছেন ওয়ার্ড কাউন্সিলার পূজা নাইডু।
advertisement
পার্থ মূখার্জী