গ্রীষ্মের দাবদাহ শুরু হতেই জেলাজুড়ে দেখা দিয়েছে পানীয় জলের সংকট। জেলাশহর মেদিনীপুর থেকে শুরু করে জেলার জঙ্গলমহল শালবনী, পিড়াকাটা, গোয়ালতোড়, গড়বেতা, কেশপুর সর্বত্রই পানীয় জলের সংকটের মুখে পড়তে হচ্ছে স্থানীয় মানুষদের। মাটির তলার জলস্তর নেমে যাওয়ায় মিলছে না পর্যাপ্ত পানীয় জল। ফলে বিশেষত গ্রামাঞ্চলে পানীয় জলের সংকট তীব্র থেকে তীব্রতম হচ্ছে। যার ফলে চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে গ্রামের মানুষদের। অভিযোগ, বারংবার স্থানীয় পঞ্চায়েত প্রশাসন থেকে শুরু করে ব্লক প্রশাসন পর্যন্ত পানীয় জলের সমাধানের দাবি তুলে লিখিত অভিযোগ জানানো হয়েছে। কিন্তু তাতেও মেলেনি সুরাহা। ফলে এবার পঞ্চায়েত প্রশাসনকে ঘেরাও করার মতো পরিস্থিতি দেখা দিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায়।
advertisement
Location :
First Published :
April 18, 2022 7:11 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: হাঁড়ি কলসি হাতে পঞ্চায়েত প্রধানকে ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি ও আন্দোলন গড়বেতার কদমডাঙ্গায়