TRENDING:

Midnapore News : হিজলি বন্দি নিবাসে নির্বিচারে চলেছিল গুলি! আজ সেখানেই আইআইটি খড়গপুর

Last Updated:

Midnapore News : হিজলি বন্দি নিবাসের ইতিহাস জানুন!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সামনেই আসছে ১৫-ই অগাস্ট! আমাদের দেশকে স্বাধীন করতে ঝাঁপিয়ে পড়েছিল একদল তরুণ তরুণী।খড়গপুরের নামও ইতিহাসের পাতায় জ্বলজ্বল করছে। জানলে অবাক হবেন, আজ যেখানে আইআইটি খড়গপুর, সেখানেই ছিল বিপ্লবীদের বন্দিনিবাস। সশস্ত্র আন্দোলন হোক কিংবা অসহযোগ আন্দোলন, ব্রিটিশ পুলিশের হাতে বন্দি হতে হয়েছিল একাধিক স্বাধীনতা সংগ্রামীকে। তাঁদেরকে বন্দি করে রাখা হয়েছিল হিজলি বন্দি নিবাসে।
advertisement

১৯৩১ সালের ১৬ সেপ্টেম্বর রাত্রি প্রায় সাড়ে নটা নাগাদ, নিরস্ত্র বন্দিদের উপর অতর্কিতে আক্রমণ চালায় ব্রিটিশ সেনাবাহিনী। চালানো হয় গুলিও। নিরস্ত্র বন্দিদের উপর গুলি চালানোর ঘটনায় মৃত্যু হয় দুই বীর বিপ্লবীর। সুভাষচন্দ্র বসুর সহপাঠী সন্তোষ মিত্র, এবং মাস্টারদা সূর্যসেনের অনুগামী তারকেশ্বর সেনগুপ্তর মৃত্যু হয়। ১৯১৯ সালের জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইট উপাধি ত্যাগ করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

এখন যেখানে খড়্গপুর আইআইটি’র পুরনো ভবন, পরাধীন ভারতে সেখানেই ছিল হিজলি বন্দি নিবাস। অদূরে প্রথম মহিলা জেল। ১৬ সেপ্টেম্বরের সেই রাতে হিজলি বন্দি নিবাসে ‘পাগলা ঘণ্টা’ বাজিয়ে নির্বিচারে গুলি চালায় ইংরেজ পুলিশ। খবর পেয়ে সুভাষচন্দ্র ও যতীন্দ্রমোহন সেনগুপ্ত হিজলিতে আসেন। হিজলি ও চট্টগ্রাম হত্যাকাণ্ডের প্রতিবাদে ওই বছর ২৬ সেপ্টেম্বর কলকাতায় এক সভা হয়। সভাপতিত্ব করেন স্বয়ং রবীন্দ্রনাথ। এখন আইআইটি হয়েছে, বন্দিনিবাস পরিণত হয়েছে টেকনোলজির বিশাল ইমারতে। স্বাধীনতা দিবসের আগে ফের একবার স্মৃতিতে ভেসে যাওয়া!

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Midnapore News : হিজলি বন্দি নিবাসে নির্বিচারে চলেছিল গুলি! আজ সেখানেই আইআইটি খড়গপুর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল