সন্তান হারানোর শোক বুকে লালন করলেও, আদরের কন্যার 'স্মৃতি' সকলের মাঝে উজ্জ্বল করে রাখতেই দুবরাজপুর নেতাজি প্রাথমিক বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সৌমেন্দ্র চৌধুরী'র এই প্রয়াস। সাড়ে চার লক্ষ টাকা ব্যয়ে গড়ে দিয়েছেন স্কুলের দোতলার দু'টি ভবন। তাঁর এই মহান ভাবনা ও উদ্যোগ-কে সমর্থন জানিয়েছেন স্ত্রী শম্পা চৌধুরী এবং বড় মেয়ে কঙ্কনা চৌধুরী-ও। ফের একবার যা 'মহামনীষী' ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মেদিনীপুর-কে গর্বিত করলো।
advertisement
প্রসঙ্গত, ২০২১-এর ডিসেম্বর মাসে অবসর গ্রহণ করেছেন স্বপন বাবু। তবে, অতিমারী পরিস্থিতিতে তাঁর অবসরকালীন সংবর্ধনা স্থগিত রেখেছিলেন স্কুলের শিক্ষক মশাইরা। স্বপন বাবু-ও চেয়েছিলেন, তাঁর অন্তরের বাসনা আগে পূরণ হোক; তারপর তিনি সংবর্ধনা নেবেন। অবশেষে, ভবন উদ্বোধন আর সংবর্ধনা, একদিনেই সম্পন্ন হলো এক আবেগমথিত পরিবেশে। শোকে আর স্মৃতিতে ভেসে গিয়ে স্বপন বাবু বললেন, "নিজের হাতে খাইয়ে, মেয়েকে এই স্কুলে নিয়ে আসতাম। তারপর বড় হলো, নার্সিংয়ে সুযোগ পেল। নিয়তির নিষ্ঠুর পরিহাসে, হঠাৎ একদিন সব শেষ। তবে, সশরীরে ও হারিয়ে গেলেও, ওর স্মৃতি যাতে এই কচিকাঁচাদের মধ্যেই উজ্জ্বল হয়ে থাকে, সেজন্যই এই ভাবনা।" চোখে জল স্বপন বাবুর। প্রিয় শিক্ষককে জড়িয়ে ধরে তখন কাঁদছেন সকলেই।