মেদিনীপুর: প্রোমোটার এবং অবৈধ জমি কারবারিদের দাপটে নাজেহাল হয়ে উঠেছে জেলা শহর মেদিনীপুর। মেদিনীপুর শহরে নতুন ফ্ল্যাট নির্মাণ হচ্ছে প্রতিদিন। শহরের ২৫ টি ওয়ার্ড তো বটেই অঞ্চল গুলোতে ফ্ল্যাট নির্মাণের এগিয়ে রয়েছে পাশাপাশি রাতের অন্ধকারে বড় বড় যন্ত্রপাতি এনে চলছে এই প্রমোটিং এর কাজ। আর এই অবৈধ এক নির্মাণকে কেন্দ্র করে সমস্যায় পড়েছে বিধাননগরের কাউন্সিলর ও এক ওয়ার্ড বাসী। যদিও তারা এই ঘটনার প্রতিকার চেয়ে পৌরপ্রধান মহকুমাশাসক, জেলাশাসক এমনকি মুখ্যমন্ত্রীকেও চিঠি দিয়েছেন। তবুও নির্মানের কাজ বন্ধ রাখেননি ঐ প্রোমোটার বলে অভিযোগ। উল্টে চলছে বড় বড় যন্ত্রপাতি দিয়ে কান ফাটানো শব্দ সহযোগে বহুতল নির্মানের কাজ। অভিযোগ ওয়ার্ড কাউন্সিলরকে না জানিয়ে রাতারাতি অবৈধ নির্মাণ করছে এক প্রোমোটার। যার ফলে এলাকার যেমন ক্ষতি হচ্ছে, এলাকার কংক্রিটের রাস্তা ধসে গেছে তেমনি এই ফ্ল্যাট নির্মাণের ফলে আশেপাশে বাড়ি দুটি নড়বড়ে হয়ে ধসে পড়ছে। মায়া পালই নামে এক ৭০ বছর বয়সী বিধবা মহিলা তিনি চিকিৎসার জন্য বাইরে ছিলেন। তিনি তিন মাস পর এসে দেখছেন তার বাড়ির প্রাচীর ভেঙে পড়েছে।বাড়ি ধসে গিয়ে এক পাশে হেলে পড়েছে। যে কোনো সময় ভেঙে পড়তে পারে। ফলে বাড়িছাড়া হয়ে ওই বৃদ্ধা মিয়া বাজার এলাকায় তার মেয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন। এই ঘটনায় ফ্ল্যাটের কাজ বন্ধের দাবি নিয়ে বারবার প্রশাসন ও পুরসভার কাছে আবেদন করেছেন বৃদ্ধা। কাকুতি মিনতি ভাবে আবেদন করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী কাছেও। যদিও এ বিষয়ে পৌরসভার চেয়ারম্যান এসে এই কাজ বন্ধ করার নির্দেশ দিয়ে গেলেও রাতের অন্ধকারে যুদ্ধ কালীন তৎপরতায় কাজ চালিয়ে যাচ্ছেন এই প্রোমোটার। যার ফলে এই ঘটনার জেরে এলাকার মানুষকে নিয়ে সোচ্চার হয়েছেন ওয়ার্ড কাউন্সিলর মৌ রায়। তিনি সকল দাবি-দাওয়া নিয়ে থানায় যাওয়ার হুমকি দিয়েছেন।