বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী, বীরভূমের বগটুই-এর ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, প্রতিটি জেলার প্রতিটি থানাকে তৎপর হতে হবে। যদি কোথাও গুলি, বোমা, বন্দুক- কোন বাড়িতে মজুত থাকে তা উদ্ধার করতে হবে। আগামী ১০ দিনের মধ্যে কোন থানা এলাকাতে কোন অশান্তি বরদাস্ত করা হবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেক পুলিশকর্মীকে দায়িত্বের সাথে কর্তব্য পালন করতে হবে বলেও নির্দেশ পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। এদিকে, পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ও ছেড়ুয়া-তে অবৈধ বোমা-বাজি মজুত থাকে। আর, বীরভূমের মতোই, পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর-ও রাজনৈতিক অশান্তির আঁতুড়ঘর! বিগত প্রতিটি নির্বাচনেই খবরের শিরোনামে উঠে এসেছে কেশপুর। তাই, পুলিশ নতুন করে একবার সক্রিয় হয়েছে কেশপুরের দিকে। সে কারণেই, বোমা উদ্ধার বলে মনে করছে সংশ্লিষ্ট বিভিন্ন মহল।
advertisement