সর্বজন শ্রদ্ধেয় সমাজসেবী ও স্বাধীনতা সংগ্রামী প্রয়াত নিতাই চন্দ্র মাইতির পূর্ণাবয়ব মূর্তি প্রতিষ্ঠা স্মারক গ্যালারি উদ্বোধন ও কর্মযোগী পত্রিকা প্রকাশ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো, নিতাই চন্দ্র মাইতি স্মৃতি সংরক্ষণ কমিটির উদ্যোগে। এলাকার সামগ্রিক উন্নয়নের সাথে সাথে কচিকাচাদের অনুকূল পরিবেশে খেলাধুলোর সুবিধার্থে স্টেডিয়াম উদ্বোধন এবং স্বাধীনতা সংগ্রামী তথা এলাকার বহু কর্মযজ্ঞের হোতা নিতাই চন্দ্র মাইতির পূর্ণাবয়ব মূর্তি উন্মোচিত হলো।
advertisement
অনুষ্ঠানে গৌরবময় উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমার মহকুমা শাসক সৈয়দ সুমন বিশ্বাস, দাসপুর ২নং ব্লকের বিডিও অনির্বাণ শাহ ,দাসপুর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা দোলই, সহ-সভাপতি আশিস হুদাইত, দাসপুর থানার ওসি অমিত মুখার্জী, বরুণা সৎসঙ্গ হাইস্কুলের প্রধান শিক্ষক সুজিত ব্যানার্জী, রানিচক গ্রাম পঞ্চায়েতের প্রধান দর্পণ মাইতি, দাসপুর ২ নং পঞ্চায়েত সমিতির সদস্য তথা ভারপ্রাপ্ত শিক্ষক অমিও কুমার মন্ডল, অধ্যাপক অভিজিৎ চক্রবর্তী, অধ্যাপক দশরথ হালদার, ব্লক মেডিক্যাল অফিসার ডাঃ সোমনাথ দে, সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা।