ঘাটাল: গাজন উৎসবে মর্মান্তিক ঘটনা ঘটে গেল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে। গাজন উৎসব উপলক্ষে চড়কে ঘোরানোর সময় চড়ককাট ভেঙে আহত ৪ জন ভোক্তা। শুক্রবার ৩০ শে চৈত্র অনেক শিব মন্দিরে গাজন উৎসব পালিত হয়েছিল। শুক্রবার ঘাটালের দন্দীপুরে চড়ক চড়ককাট ভেঙে আহতের খবর পাওয়া যায়। পয়লা বৈশাখের দিনেও গাজন উৎসব পালিত হলো অনেক শিব মন্দিরে। তেমনি শুক্রবার সন্ধ্যায ঘাটালের দুধের বাঁধ শ্রীরামপুর বানেশ্বর মন্দিরে চড়ক উৎসবের আয়োজন করা হয়। এই চড়ক উৎসব দেখতে ভিড় জমিয়ে ছিলেন কয়েকশো মানুষ। হঠাৎ চড়ক চলাকালীন চড়কের কাঠ ভেঙে চড়ক কাঠ ভেঙে পড়ে এবং সন্ন্যাসীরা চড়কে ঝুলে থাকা কয়েকজন ভোক্তা উপর থেকে পড়ে যান। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তড়িঘড়ি মন্দিরের কর্মকর্তারা চড়কে অংশগ্রহণকারী আহত ভোক্তাদের উদ্ধার করে, ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। চড়ক কাঠ ভেঙে আহত সন্ন্যাসীদের মধ্যে লালটু মাঝি, কৌশিক আদক, বরুন পন্ডিত, সুশান্ত চক্রবর্তী নামে চারজন সন্ন্যাসী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। সাথে সাথে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পাঠানো হয় এবং তাদের উদ্ধার করে চারজনকেই ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে হাসপাতালে যান ঘাটাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবাংশু ভৌমিক। চারজন বাদে আরও কেও আহত আছেন কিনা তা দেখা হচ্ছে। তবে চড়ক উৎসবে এই ধরনের ঘটনা এই প্রথম ঘটল বলে জানালেন মন্দিরের উদ্যোক্তারা। বর্তমানে সমস্ত সন্ন্যাসীদের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।