এলাকাবাসীর অভিযোগ, অনেকবার বিদ্যুৎ দফতরে জানানো হয়েছিল যে চাষের জমির ওপর দিয়ে প্রবাহিত বিদ্যুতের তার গুলো ঝুলে আছে এবং সেই তার গুলি ছিঁড়ে পড়ার আশঙ্কার কথাও জানানো হয়েছিল বিদ্যুৎ দফতরকে। কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি। বুধবার অকালে একটি প্রাণ চলে গেল বিদ্যুৎ দফতরের গাফিলতির ফলে। ঘটনার পর এলাকার মানুষদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। খবর পেয়ে পিংলা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করতে এলে, পুলিশকে ঘিরে গ্রামবাসীরা বিক্ষোভ দেখায়। গ্রামবাসীদের দাবি, এলাকায় কৃষি জমির উপর দিয়ে যে সমস্ত বিদ্যুতের তার প্রবাহিত হয়েছে সেগুলো রিপেয়ারিং করা অথবা কেবিল বসানো হোক। এছাড়াও, নাড়ুগোপাল মন্ডলের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন এলাকাবাসীরা। এলাকাবাসীদের আরো অভিযোগ, বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগের সময় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে যায়, সেই সময় বারংবার বিদ্যুৎ দফতরে অভিযোগ জানানো সত্ত্বেও, সেই বিদ্যুতের তার মেরামতের কোন পদক্ষেপ গ্রহণ করে না বিদ্যুৎ দফতর। যার ফলে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কা থেকেই যায়।
advertisement