TRENDING:

Vidyasagar University: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে শুরু হল পটের প্রদর্শনী ও মেলা

Last Updated:

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলা ও বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক তপন কুমার দে, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সত্যজিৎ সাহা, নিবন্ধক ড. জয়ন্ত কিশোর নন্দী প্রমুখ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পশ্চিম মেদিনীপুর- বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে শুরু হল পটের প্রদর্শনী ও মেলা। মঙ্গলবার থেকে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রবিশঙ্কর হলে শুরু হল পটের প্রদর্শনী ও মেলা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শিবাজী প্রতিম বসু এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। আগামী তিন দিন ধরে চলবে এই মেলা। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের পটশিল্পীরা ছাড়াও পশ্চিমবঙ্গের অন্যান্য প্রান্তের, যেমন বাঁকুড়া ও বীরভূমের পটশিল্পীরাও তাদের সম্ভার নিয়ে এই মেলায় যোগ দিয়েছেন।
advertisement

ভারতবর্ষের স্বাধীনতার ৭৫ বৎসর উপলক্ষে যে বছরভর কর্মসূচীর পরিকল্পনা বিশ্ববিদ্যালয় গ্রহণ করেছে , তারই অঙ্গ হিসেবে এই প্রদর্শনী ও মেলা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১৯ শে এপ্রিল থেকে ২১ শে এপ্রিল হবে লোকশিল্প মেলা ও ২৪-২৫ মে তারিখে হবে লিট্ল ম্যাগাজিন মেলা ও সাহিত্য সম্মেলন। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগের কথা বলতে গিয়ে উপাচার্য মহোদয় বলেন, “বাংলা তথা দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণ ও প্রসার বিশ্ববিদ্যালয়ের অন্যতম লক্ষ্য। এই লক্ষ্যের বাস্তবায়নে ইতিমধ্যে আমরা মিউজিয়াম গড়ে তুলেছি। বর্তমানে এই মেলা ও প্রদর্শনীর মধ্যে দিয়ে পরিচিত পিংলা, চণ্ডিপুর, নাড়াজোল ও দাসপুরের পটের সঙ্গে সঙ্গে তূলনামূলক ভাবে অপরিচিত বাঁকুড়ার ভরতপুর বা বীরভূমের ইটাগড়িয়ার পট ও তার শিল্পীদের একত্রিত করেছি।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

পটের প্রদর্শনী ও মেলায় বর্ষীয়ান শিল্পীদের পাশাপাশি নবীন প্রজন্মের শিল্পীরাও পট ও পটকেন্দ্রিক নানা শিল্পসম্ভার নিয়ে উপস্থিত হয়েছেন। মেলায় বিভিন্ন সামগ্রী বিক্রয়ের মাধ্যমে শিল্পীরা যাতে অর্থনৈতিক ভাবে উপকৃত হন তারও উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বর্ষীয়ান পটশিল্পী শ্যামসুন্দর চিত্রকরের বক্তব্যেও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের এই প্রচেষ্টার উদ্দেশ্যে সাধুবাদ বর্ষিত হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলা ও বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক তপন কুমার দে, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সত্যজিৎ সাহা, নিবন্ধক ড. জয়ন্ত কিশোর নন্দী প্রমুখ। শুরুর দিন থেকেই সপ্রশংস কলরবে জমে উঠেছে প্রদর্শনী ও মেলা।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Vidyasagar University: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে শুরু হল পটের প্রদর্শনী ও মেলা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল