ছাত্রছাত্রীদের অভিযোগ, যেখানে বর্তমান রাজ্য সরকার রাজ্যর স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি সাধনে কোটি কোটি টাকা বরাদ্দ করেছে, যেখানে মেদিনীপুরের অ্যালোপ্যাথি মেডিক্যাল কলেজের দ্রুততার সঙ্গে উন্নতি হচ্ছে, সেখানে মেদিনীপুরের সব থেকে পুরানো (১৯৪৫ সালে প্রতিষ্ঠিত) জেলার একমাত্র হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ হাসপাতালের উন্নয়ন এত পিছিয়ে কেন। এই নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে কলেজের ছাত্র-ছাত্রীরা।
advertisement
অন্যদিকে, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ শ্রীমন্ত সাহা কলেজের ছাত্রছাত্রীদের পরিকাঠামো ঘাটতির বিভিন্ন দাবি দাওয়ার সাথে একমত পোষন করে বলেন, "ছাত্রছাত্রীদের সমস্ত চাহিদা যুক্তিযুক্ত এবং এই কলেজের পরিকাঠামো গত বেশকিছু সমস্যা রয়েছে, তা ঠিকই। আমরা কলেজ কর্তৃপক্ষ হিসেবে সংশ্লিষ্ট দফতরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ছাত্রছাত্রীদের দাবিপত্র পাঠিয়ে দিয়েছি। আমি এই কলেজের প্রিন্সিপাল ইনচার্জ, আমিও দাবি জানাচ্ছি এই কলেজে একজন স্থায়ী অধ্যক্ষ নিয়োগের জন্য। তাহলে হয়তো এই কলেজের পরিকাঠামোগত উন্নয়ন ঘটানো সম্ভব হবে।"