কিন্তু এ দিন সকালে বাড়ির বাইরে পা দিয়েই অবাক হুগলির একাংশ, পশ্চিম মেদিনীপুেরর বাসিন্দারা৷ কারণ সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে মোড়া হুগলির আরামবাগ অথবা পশ্চিম মেদিনীপুরের, ডেবরা, পিংলা অথবা চন্দ্রকোণার মতো এলাকা৷ ঘন কুয়াশায় ঢাকা চারপাশ দেখলে শীতের সকাল বলে ভুল হলেও হতে পারে৷ কিন্তু ভ্যাপসা গরম আর ঘামে সেই ভাবনা আসার উপায় নেই৷ তবে অসময়ে এমন কুয়াশার চাদর দেখে অবাক অনেকেই৷
advertisement
আরও পড়ুন: কলকাতায় কবে বৃষ্টি, কতটা নামবে তাপমাত্রা? নির্দিষ্ট করে জানাল আবহাওয়া দফতর
বাঁকুড়ার বিভিন্ন অংশের মতো এ দিন সংলগ্ন জেলা হুগলির আরামবাগেও ঘন কুয়াশার চাদর ছিল৷ কুয়াশার দাপট এতটাই ছিল যে সকালবেলাও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করেছে৷ দৃশ্যমানতাও ছিল অনেকটাই কম৷ প্রবল গরমের মধ্যে এমন কুয়াশার দাপট দেখে অবাক স্থানীয় বাসিন্দারাও৷
তবে সকালে কুয়াশার দাপট থাকলেও বেলা বাড়লেই রোদের তেজ এবং তার সঙ্গে পাল্লা দিয়ে তাপমাত্রা ও গরম বাড়বে বলেই ধরে নিচ্ছেন সাধারণ মানুষ৷ প্রবল গরমের মধ্যে দু একদিন আগে পূর্ব মেদিনীপুরের হলদিয়া, হাওড়ার ডুমুরজলাতে ধুলো ঝড় দেখা গিয়েছে৷ ফলে এই কুয়াশাও আসলে বায়ুমণ্ডলে ভেসে থাকা ধুলোর আস্তরণ কি না্, তা নিয়েও চর্চা শুরু হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
আবহাওয়া দফতর অবশ্য জানিয়ে দিয়েছে, আরও অন্তত দু দিন গোটা দক্ষিণবঙ্গেই তাপপ্রবাহের পরিস্থিতি চলবে। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ার মতো জেলাগুলিতেও চরম তাপপ্রবাহের সতর্কতা থাকছে। তবে এ সপ্তাহের শেষ দিকে উপকূলবর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গতকালই উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হয়েছে।