ঘটনা দাসপুর থানার নন্দনপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর গ্রামের মণ্ডল পরিবারের। আজ সাত সকালেই বছর ৫২ মোহন মণ্ডল ও তাঁর স্ত্রী বছর ৪২ এর রীতা মণ্ডলকে মৃত অবস্থায় পাওয়া যায় নিজেদের বাড়ির শোবার ঘরেই। বাবা মা এর একসাথে এই অস্বাভাবিক মৃত্যুকে মেনে নিতে পারছেন না ছেলে অরূপ মণ্ডল। একমাত্র ছেলে অরূপ জানাচ্ছেন, সোমবার রাতে একসাথেই খাওয়া দাওয়া করেছিলেন বাবা মায়ের সাথে। নতুন বাড়ি হচ্ছে, সেই বাড়ির ছাদ ঢালাইকে নিয়ে বাবা মায়ের সাথে মাঝে মধ্যেই ঝামেলা হত, কালও হয় বলে দাবি মৃতদের ছেলের। এদিকে ঘটনার দুদিন আগেই মৃত দম্পতির ছেলে বাড়ি এসেছে বলে জানা গেছে।ছেলে অরূপ মুর্শিদাবাদে একটি সংস্থায় কাজ করে। ইতিমধ্যে ওই মৃত স্বামী স্ত্রীর জোড়া দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে দাসপুর থানার পুলিশ। এভাবে স্বামী স্ত্রীর এক সাথে মৃত্যু মেনে নিতে পারছেন না পাড়া প্রতিবেশীও। ছেলে অরূপ জানাচ্ছেন, বাবা মা একসাথে বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন। তবে সমস্ত বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে দাসপুর থানার পুলিশ।
advertisement