মৃত যুবতীর হাতে, গায়ে, গলায় ক্ষত চিহ্ন রয়েছে বলে পরিবার সূত্রে খবর। এরপরে ডেবরা থানায় খবর দিলে ডেবরা থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় সুত্রে জানা গেছে, বিগত কয়েকমাস ধরে ডেবরার একটি বিল্ডিংয়ে কাজের জন্য মুর্শিদাবাদের চারজন নির্মাণ শ্রমিক ওই যুবতীর বাড়িতে ভাড়া থাকতো। কিন্তু বৃহস্পতিবার ভোর থেকে সর্বেশ্বর প্রামাণিক নামে নির্মাণ শ্রমিক এক যুবককে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর সেখানেই সন্দেহ তৈরি হয়েছে পরিবারের লোকেদের। স্নেহার পরিবারের অভিযোগ, ওই যুবকই এই ঘটনা ঘটাতে পারে। তবে পরিবার-পরিজনরা পুরো বিষয়টি ডেবরা পুলিশের ওপর ছেড়ে দিয়েছে তদন্তের জন্য। অপরদিকে, এই ঘটনায় বাকি তিনজন নির্মাণ শ্রমিককে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ডেবরা থানার পুলিশ। ঘটনার পর শোকের ছায়া নেমে আসে ওই পরিবারে। ঘটনায় যুক্ত দোষী ব্যক্তিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পরিবারের লোকেরা।
advertisement