সোমবার বিকেলে মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা, সহ সভাধিপতি অজিত মাইতি, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শ্যামাপদ পাত্র, পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ এবং ক্ষুদ্র, মাঝারি ও বস্ত্র শিল্প দফতরের কর্মাধ্যক্ষ শৈবাল গিরি'র উপস্থিতিতে এই চৈত্রকালীন তাঁত বস্ত্র প্রদর্শনী ও মেলার উদ্বোধন হয়। সংশ্লিষ্ট দফতরের কর্মাধ্যক্ষ শৈবাল গিরি জানিয়েছেন, "রাজ্যের মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলাতেই সবথেকে বেশি টাকার বেচাকেনা হয়। কারণ, মেদিনীপুরের মানুষ তাঁত বস্ত্র পছন্দ করেন। পুজোর আগে তাই এবার পয়লা বৈশাখ ও ঈদ উৎসবকে কেন্দ্র করে অনুষ্ঠিত হচ্ছে এই চৈত্র কালীন তাঁত বস্ত্র প্রদর্শনী ও মেলা। আমরা আশা করছি এবার আগের সব রেকর্ডও ছাড়িয়ে যাবে।"
advertisement
Location :
First Published :
April 05, 2022 5:13 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: চৈত্রকালীন তাঁত বস্ত্র প্রদর্শনী ও মেলা মেদিনীপুর শহরে, ফের রেকর্ড বিক্রির আশা উদ্যোক্তাদের