TRENDING:

West Medinipur News- এবার পিংলা কলেজের উদ্যোগে তৈরি হতে চলেছে জীববৈচিত্র্য পার্ক

Last Updated:

নতুন প্রজাতির গাছের সঙ্গে পড়ুয়াদের পরিচয় করাতে এই পার্ক তৈরির উদ্যোগ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পশ্চিম মেদিনীপুর- "পশ্চিম মেদিনীপুর জেলার প্রতিটি ব্লকেই বায়ো ডাইভার্সিটি পার্ক (Biodiversity Park) বা জীববৈচিত্র্য উদ্যান গড়ে তোলা আমাদের উদ্দেশ্য!" রবিবারই মেদিনীপুর শহরের উপকণ্ঠে গোপালপুর জীববৈচিত্র্য পার্ক পরিদর্শনে এসে জানিয়েছিলেন, রাজ্যের বায়ো ডাইভার্সিটি বোর্ডের চেয়ারম্যান ড. হিমাদ্রি শেখর দেবনাথ। সোমবার যেন তাঁর সেই কথারই প্রতিফলন দেখা গেল। পিংলা ব্লকের পিংলা থানা মহাবিদ্যালয়ে তৈরি হতে চলেছে জীববৈচিত্র্য পার্ক (Biodiversity Park)। খুব শীঘ্রই শুরু হবে কাজ (West Medinipur News)। সোমবার বায়ো ডাইভার্সিটি বোর্ড এবং কলেজের যৌথ উদ্যোগে হয়ে গেল পরিদর্শনের কাজ।
জীববৈচিত্র্য পার্ক
জীববৈচিত্র্য পার্ক
advertisement

সোমবার‌ দুপুরে পিংলা কলেজে এসে সরজমিনে এলাকা পরিদর্শন করলেন, বায়ো ডাইভার্সিটি বোর্ডের চেয়ারম্যান ড. হিমাদ্রি শেখর দেবনাথ, রিসার্চ অফিসার ড. অনির্বান রায়, জেলার কোঅর্ডিনেটর দেবজিৎ নন্দ প্রমুখ। ছিলেন, কলেজের অধ্যক্ষ ড. সুকুমার চন্দ্র, পিংলা পঞ্চায়েত সমিতির সভাপতি বীরেন মাইতি, পূর্ত কর্মাধক্ষ্য চন্ডীচরন সামন্ত সহ একাধিক প্রশাসনিক ব্যাক্তিবর্গ। কলেজ সূত্রে জানা গেছে, এই জীববৈচিত্র্য পার্কে সাধারণ গাছপালা ছাড়াও, হারিয়ে যাওয়া বহু গাছপালা দেখা যাবে। প্রকৃতিতে এখন আর সচরাচর দেখা যায় না, এমন সব গাছ লাগানো হবে এই পার্কের মধ্যে। নতুন প্রজাতির গাছের সঙ্গে পড়ুয়াদের পরিচয় করাতে এই পার্ক তৈরির উদ্যোগ। কলেজের অধ্যক্ষ ড. সুকুমার চন্দ্র বলেন, "এই জীববৈচিত্র্য পার্ক, বিনোদন ও শিক্ষার সহবস্থান ঘটাবে। যা শিক্ষা ক্ষেত্রে একটা নতুন মাত্রা সংযোজন করবে। উপকৃত হবে এই প্রজন্মের পড়ুয়ারা।" ইতিমধ্যেই সেই পার্ক তৈরির জায়গা পরিদর্শন করেন কলেজের অধ্যক্ষ সহ প্রশাসনিক আধিকারিকরা। খুব শীঘ্রই কাজ শুরুর পরিকল্পনা নেওয়া হবে কলেজের তরফে(West Medinipur News)।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

Partha  Mukherjee

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News- এবার পিংলা কলেজের উদ্যোগে তৈরি হতে চলেছে জীববৈচিত্র্য পার্ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল