সোমবার দুপুরে পিংলা কলেজে এসে সরজমিনে এলাকা পরিদর্শন করলেন, বায়ো ডাইভার্সিটি বোর্ডের চেয়ারম্যান ড. হিমাদ্রি শেখর দেবনাথ, রিসার্চ অফিসার ড. অনির্বান রায়, জেলার কোঅর্ডিনেটর দেবজিৎ নন্দ প্রমুখ। ছিলেন, কলেজের অধ্যক্ষ ড. সুকুমার চন্দ্র, পিংলা পঞ্চায়েত সমিতির সভাপতি বীরেন মাইতি, পূর্ত কর্মাধক্ষ্য চন্ডীচরন সামন্ত সহ একাধিক প্রশাসনিক ব্যাক্তিবর্গ। কলেজ সূত্রে জানা গেছে, এই জীববৈচিত্র্য পার্কে সাধারণ গাছপালা ছাড়াও, হারিয়ে যাওয়া বহু গাছপালা দেখা যাবে। প্রকৃতিতে এখন আর সচরাচর দেখা যায় না, এমন সব গাছ লাগানো হবে এই পার্কের মধ্যে। নতুন প্রজাতির গাছের সঙ্গে পড়ুয়াদের পরিচয় করাতে এই পার্ক তৈরির উদ্যোগ। কলেজের অধ্যক্ষ ড. সুকুমার চন্দ্র বলেন, "এই জীববৈচিত্র্য পার্ক, বিনোদন ও শিক্ষার সহবস্থান ঘটাবে। যা শিক্ষা ক্ষেত্রে একটা নতুন মাত্রা সংযোজন করবে। উপকৃত হবে এই প্রজন্মের পড়ুয়ারা।" ইতিমধ্যেই সেই পার্ক তৈরির জায়গা পরিদর্শন করেন কলেজের অধ্যক্ষ সহ প্রশাসনিক আধিকারিকরা। খুব শীঘ্রই কাজ শুরুর পরিকল্পনা নেওয়া হবে কলেজের তরফে(West Medinipur News)।
advertisement
Partha Mukherjee