সম্প্রতি মেদিনীপুরের সেই পার্ক পরিদর্শন করে গেলেন বায়ো ডাইভার্সিটি বোর্ড এর চেয়ারম্যান সহ রাজ্যের আধিকারিকরা। এই পার্কে থাকছে Eco pond, Butterfly garden, Dakary set, Medical plant Garden, Organic agriculture সহ বিভিন্ন ধরনের গাছগাছালি, যা সাধারণ মানুষের কাছে অজানা। বায়ো ডাইভার্সিটি পার্কের জেলা কো-অর্ডিনেটর দেবজিত নন্দের কথায়, পরিবেশের অবক্ষয়, সেটাকে এক জায়গায় সংরক্ষণ করে রাখাটাই মূল লক্ষ্য। জেলায় ইতিমধ্যে তিনটি বায়ো ডাইভার্সিটি পার্ক তৈরির অনুমোদন হয়েছে। এর বাইরে প্রতিটি ব্লকে এ ধরনের পথ তৈরি করা হবে আগামী দিনে বলে জানিয়েছেন তিনি।
advertisement
Location :
First Published :
March 29, 2022 8:24 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: প্রকৃতির হারিয়ে যাওয়া জিনিসকে প্রকৃতির মাঝেই ধরে রাখতে বিশেষ উদ্যোগ নিয়ে তৈরি হচ্ছে বায়ো ডাইভার্সিটি পার্ক