"বিদ্যুতের ভয়াবহ বেসরকারিকরণ নীতির বিরুদ্ধে আমাদের গ্রাহক সংগঠন ABECA ও বর্তমানে AIECA (অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজ্যুমার্স এসোসিয়েশন) এর কর্মচারীগণের ধর্মঘট আন্দোলনের পাশে থাকার বিষয়টি খুবই আগ্রহের সঙ্গে কর্মচারীগণ নেন।" ZM দফতরের সম্মুখে প্রচার সভায় বক্তব্য রাখেন ABECA এর রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য চণ্ডীচরণ হাজরা, রাজ্য কমিটির সদস্য দীপক পাত্র প্রমুখ। হয় মিছিলও। চণ্ডীবাবু বলেন, "২৮-২৯ মার্চ এর দেশব্যাপী সাধারণ ধর্মঘট কে আমরা সক্রিয় সমর্থন জানিয়ে রাস্তায় নামছি। সেই সঙ্গে চলতি সংসদ অধিবেশন চলাকালীন পার্লামেন্ট অভিযান করছে আমাদের সর্বভারতীয় সংগঠন AIECA। সংসদে দেওয়া হবে লক্ষ লক্ষ গ্রাহকদের স্বাক্ষর সম্বলিত দাবিপত্র। বিদ্যুৎ কে সম্পূর্ণ রূপে কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার সর্বনাশা বিল- বিদ্যুৎ বিল ২০২১ সম্পূর্ণ বাতিলের দাবিতে এই আন্দোলন চলবে।"
advertisement