ডেপুটেশন দিতে এলে কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয় ওই আক্রান্তকারীকে গ্রেফতার করা হয়েছে। এদিকে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন জানিয়েছে, জেলার সমস্ত হাসপাতালে গর্ভবতী মায়েদের কাছ থেকে টাকা তোলা অবিলম্বে বন্ধ করতে হবে। ডেপুটেশনের আগে ইউনিয়নের পক্ষ থেকে মেদিনীপুর শহর জুড়ে মিছিল করা হয়। মিছিলে অংশ নেয় শতাধিক আশা কর্মীরা। মিছিল শেষে সংশ্লিষ্ট সরকারি দফতরগুলির সামনে বেশকিছু তাদের দাবি তুলে ধরে বিক্ষোভ দেখায় ইউনিয়নের নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। তাদের দাবিগুলি নিয়ে কর্তৃপক্ষকে জানানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে ইউনিয়নের তরফে জানানো হয়েছে।
advertisement
Partha Mukherjee
Location :
First Published :
March 25, 2022 9:21 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: বিভিন্ন দাবি দাওয়া আদায়ে এবং দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে মেদিনীপুরের রাস্তায় নামলো আশাকর্মীরা