এলোপাথাড়ি পেটানোর ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ঐ যুবকের বলে জানিয়েছেন এলাকার মানুষ। মঙ্গলবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ঐ যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। মৃত যুবকের গোটা দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে। যদিও এ বিষয়ে মুখে কুলুপ পুলিশ আধিকারিকদের। মঙ্গলবার সকালে ইতিমধ্যেই ঘটনাস্থলে তদন্তে যান জেলার অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুসুম ঘোষ সহ বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যেই মৃত যুবকের পরিবারের তরফে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে। তদন্তে নেমে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। তবে শহরের বুকে এভাবে আইন হাতে তুলে নিয়ে পিটিয়ে মারার ঘটনায় স্তম্ভিত মেদিনীপুর শহরবাসী।
advertisement
Location :
First Published :
March 15, 2022 8:41 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur Crime : মেদিনীপুরের হবিবপুরে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল যুবক, পিটিয়ে মারার অভিযোগ পরিবারের