পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে খড়গপুর টাউন থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শহরের ভবানীপুর এলাকায় অভিযান চালায়। বেআইনি গুটখা বানানো মেশিন সহ প্রচুর পরিমাণে তামাক জাতীয় দ্রব্য উদ্ধার করে। এই ঘটনার সঙ্গে জড়িত মলয় সাহা নামে যুবককে গ্রেফতার করে খড়গপুর টাউন থানার পুলিশ। পুলিশ সূত্রে আরও জানা গেছে, মলয় সাহা বাড়ি ভাড়া নিয়ে সেখানেই গুটখা বানানোর বেআইনি কারখানা চালাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে, খড়্গপুর টাউন থানার এস.আই উৎপল সিংহ মহাপাত্র, কৃষ্ণপদ কিস্কু এবং মৃণাল ব্যানার্জি'র নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ওই ভাড়াবাড়ির গোডাউনে হানা দেয়। উদ্ধার করা হয় প্রচুর পরিমাণে অবৈধ তামাক জাতীয় দ্রব্য এবং মেশিন। অভিযুক্তকেও গ্রেফতার করেছে পুলিশ। এখন প্রশ্ন উঠছে, রাস্তার ধারে পান দোকানে যেসব গুটখা পাওয়া যাচ্ছে, তা আদৌও গুটখা নাকি বিষ!
advertisement