চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের ৮ নং পিন্ডরুই গ্রাম পঞ্চায়েতের চন্ডীপুর এলাকায়। গলায় গুরুতর আঘাত পেয়েছে ছবি রায় নামে ওই মহিলা। ইতিমধ্যে তাকে তমলুক হাসপাতাল নিয়ে যাওয়া হচ্ছে। অপরদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পিংলা থানার পুলিশ। মহিলার ভাইপোকে ইতিমধ্যে আটক করা হয়েছে।
আরও পড়ুন: প্লাস্টিকই এবার পুজোর অলংকার, ফেলনা বোতল-চামচে চমকে দেওয়ার তোড়জোড়! সরস্বতী পুজোয় নয়া ভাবনা
advertisement
পুলিশের প্রাথমিক অনুমান, পারবারিক বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযুক্ত ভাইপোকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। কী এমন বিবাদ ছিল যে এমন রক্তারক্তি কাণ্ড হল, সেই বিষয়টিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে ভাইপোর এমন কাণ্ডে হতবাক হয়ে গিয়েছেন স্থানীয় মানুষজনও।
আরও পড়ুন: চপ বিক্রি করে দু’হাত ভরে রোজগার, আড়াই ঘণ্টায় ১২০০ পিস সাবাড়! খেতে গেলে দিতে হবে লাইন
প্রত্যক্ষদর্শী এবং স্থানীয়দের কথায় জানা গিয়েছে, উত্তপ্ত বাদানুবাদের মধ্যেই এমন কাণ্ড ঘটিয়ে ফেলেন অভিযুক্ত ভাইপো। গলায় গুরুতর আঘাত পান মহিলা। যদিও তাকে তৎপরতার সঙ্গে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। পাশাপাশি খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ হাজির হয়ে অভিযুক্তকে আটক করে নিয়ে গিয়েছে। তবে সামান্য পারিবারিক বিবাদ থেকে যেভাবে রক্তারক্তি কান্ড বিভিন্ন জায়গা থেকে সামনে আসছে, তা দেখে চিন্তা বাড়ছে সমাজ বিশেষজ্ঞদের।
