Saraswati Puja 2026: প্লাস্টিকই এবার পুজোর অলংকার, ফেলনা বোতল-চামচে চমকে দেওয়ার তোড়জোড়! সরস্বতী পুজোয় নয়া ভাবনা

Last Updated:

Murshidabad Saraswati Puja 2026: প্লাস্টিক দূষিত করে সমাজকে। তাই ফেলে দেওয়া প্লাস্টিক সংগ্রহ করে মুর্শিদাবাদে তৈরি করা হচ্ছে মন্ডপসজ্জা।

+
মণ্ডপ

মণ্ডপ তৈরির কাজ

মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: প্লাস্টিক দূষিত করে সমাজকে। তাই ফেলে দেওয়া প্লাস্টিককে এবার সংগ্রহ করে মুর্শিদাবাদে তৈরি করা হচ্ছে মন্ডপসজ্জা। পরিবেশ দূষণ রোধের বার্তায় ফেলনা সামগ্রীতে সেজেছে পুজো মন্ডপ। ফেলে দেওয়া প্ল্যাস্টিকের বোতল, কাগজের ফোম ব্যবহার করা হচ্ছে। শুধু বাতিল বললে ভুল হবে, এর মধ্য এমন কিছু জিনিস ব্যবহার করা হয়েছে, যা বর্তমানে দারুণ সমস্যারও কারণ।
তবে সেই সব জিনিস বিপজ্জনক বা মানুষের মাথা ব্যথার কারণ হলেও এই জিনিসের কারুকর্যে মানুষের দৃষ্টি আকর্ষণ করা যেতে পারে। সেকথা ভেবেই শিল্পী প্রতিটি জিনিসকে প্রাণবন্ত করে তুলেছেন। এই মন্ডপ গড়ে উঠেছে সরস্বতী পুজোর মন্ডপসজ্জা। সামনেই বাঙালির অন্যতম উৎসব বাগদেবীর আরাধনা সরস্বতী পুজো। সরস্বতী পুজোয় মুর্শিদাবাদ জেলার জজানে থাকে থিমের চমক। একে ওপরকে টেক্কা দিতে তৈরি থাকে বিভিন্ন পুজো মন্ডপ। জজানের সবুজ সংঘ ক্লাব সরস্বতী পুজোতে ৩৭ তম বর্ষে পদার্পণ করেছে।
advertisement
advertisement
এ বছরের চিনের একটি বৌদ্ধ মন্দিরের আদলে তৈরি করা হচ্ছে মন্ডপ। মন্ডপসজ্জায় ব্যবহার করা হয়েছে ফেলে দেওয়া প্লাস্টিক। দিনরাত এক করে চলছে মন্ডপসজ্জার কাজ। এছাড়াও থাকবে বাহারি আলোকসজ্জা ও প্রতিমাতে আছে চমক। পুজো কমিটির সদস্য কাশিনাথ ব্যানার্জি জানিয়েছেন, প্রত্যেক দিনই বেড়ে চলেছে প্লাস্টিকের ব্যবহার। প্লাস্টিকের বিভিন্ন জিনিস ও জলের বোতল ব্যবহারের পর তা রাস্তায় বা বাড়ির চারপাশে পড়ে থাকে। এর ফলে বাড়ছে পরিবেশ দূষণ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বাতিল প্লাস্টিকের বোতল বাইরে না ফেলে বরং তাকে নানা আকার ও রূপ দিয়ে তৈরি করা হচ্ছে এই মন্ডপসজ্জা। এমনকী চামচ, থার্মোকলের বাটি ব্যবহার করা হয়েছে। পুজো কমিটির অন্যান্য সদস্যরা জানিয়েছেন, প্রায় সাত লক্ষ টাকা ব্যয়ে তৈরি করা হচ্ছে এবছরের থিম। মন্ডপসজ্জায় চমকের পাশাপাশি প্রতিমাতেও থাকবে চমক। প্রতি বছর বিভিন্ন থিম তৈরি করা হয়ে থাকে। এবছরও তার ব্যাতিক্রম হয়নি।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Saraswati Puja 2026: প্লাস্টিকই এবার পুজোর অলংকার, ফেলনা বোতল-চামচে চমকে দেওয়ার তোড়জোড়! সরস্বতী পুজোয় নয়া ভাবনা
Next Article
advertisement
Vande Bharat Sleeper: ঘণ্টায় ১৮০ কিমি বেগে ছুটবে ! টিকিটের ভাড়া কত? বন্দে ভারত স্লিপার ট্রেনে কী কী রয়েছে, দেখে নিন একনজরে
ঘণ্টায় ১৮০ কিমি বেগে ছুটবে ! টিকিটের ভাড়া কত? বন্দে ভারত স্লিপার ট্রেন নিয়ে জানুন বিশদে
  • ঘণ্টায় ১৮০ কিমি বেগে ছুটবে !

  • টিকিটের ভাড়া কত?

  • বন্দে ভারত স্লিপার ট্রেন নিয়ে জানুন বিশদে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement