কেবল স্নানই নয়, এই অঞ্চলের এক প্রাচীন ও অনন্য রীতিকে কেন্দ্র করে জনজোয়ার নেমেছে নদী তটে। রাতভর পুণ্যস্নান ও অনন্য আচার কেলেঘাই নদীর তীরে পালন করেছেন পুণ্যার্থীরা। প্রচলিত লোকবিশ্বাস অনুযায়ী, মকর সংক্রান্তির পুণ্যলগ্নে নদী থেকে মাটি তোলা অত্যন্ত শুভ। তাই রাত থেকেই ভক্তরা নদীতে ডুব দিয়ে নদীগর্ভ থেকে মাটি তুলে আনছেন।
advertisement
আরও পড়ুন: বীরভূমের মাঠে ‘মিনি আইপিএল’, ময়দানে চিয়ারলিডার থেকে থার্ড আম্পায়ার! মেগা ফাইনালে বাজিমাত বোলপুরের
সেই পবিত্র মাটি নিয়ে গিয়ে ভক্তিভরে স্থাপন করা হচ্ছে তুলসী তলায়। পুণ্যার্থীদের বিশ্বাস, এই মাটি তুলসী মন্দিরে দিলে পরিবারে সুখ-শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। এখানে ঐতিহ্যবাহী ‘তুলসী চারার মেলা’ প্রায় ৫০০ বছরের প্রাচীন। একই নিময় মেনে বছরের পর বছর এই মেলাটি চলে আসছে।
তাই প্রত্যেক বছরের মতো মকর সংক্রান্তির দিনটিকে কেন্দ্র করে কেলেঘাই নদীর পাড়ে বসেছে শতাব্দী প্রাচীন ‘তুলসী চারার মেলা’। লোকগাঁথা অনুযায়ী, বহু বছর আগে থেকে এই মেলা হয়ে আসছে। পরম্পরা মেনে এখানে প্রতি বছর হাজার হাজার মানুষ বিড় জমান। মকর স্নান সেরে যোগ দেন তুলসী চারার মেলায়। পরিবারের সুখ-শান্তি, সমৃদ্ধি কামনায় ব্রতী হন মানুষজন।
