TRENDING:

Makar Sankranti 2026: হাড়কাঁপানো শীতে কেলেঘাইয়ে ঝপাঝপ ডুব, সঙ্গে তুলসী চারার মেলা! সুখ ফেরাতে নদী থেকে মাটি তুলছেন মানুষ

Last Updated:

Makar Sankranti 2026: কনকনে শীতকে উপেক্ষা করেই ভোরের আলো ফোটার অনেক আগে থেকেই মকর স্নান করার হিড়িক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পটাশপুর, পূর্ব মেদিনীপুর, পঙ্কজ দাশ রথী: মকর সংক্রান্তি পুণ্য অর্জনের ভিড়। কনকনে শীতকে উপেক্ষা করেই ভোরের আলো ফোটার অনেক আগে থেকেই মকর স্নান করার হিড়িক। অর্থাৎ বুধবার রাত থেকেই পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সীমান্ত সংলগ্ন কেলেঘাই নদী ঘাটে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার পুণ্যার্থী।
মকর স্নান
মকর স্নান
advertisement

কেবল স্নানই নয়, এই অঞ্চলের এক প্রাচীন ও অনন্য রীতিকে কেন্দ্র করে জনজোয়ার নেমেছে নদী তটে। রাতভর পুণ্যস্নান ও অনন্য আচার কেলেঘাই নদীর তীরে পালন করেছেন পুণ্যার্থীরা। প্রচলিত লোকবিশ্বাস অনুযায়ী, মকর সংক্রান্তির পুণ্যলগ্নে নদী থেকে মাটি তোলা অত্যন্ত শুভ। তাই রাত থেকেই ভক্তরা নদীতে ডুব দিয়ে নদীগর্ভ থেকে মাটি তুলে আনছেন।

advertisement

আরও পড়ুন: বীরভূমের মাঠে ‘মিনি আইপিএল’, ময়দানে চিয়ারলিডার থেকে থার্ড আম্পায়ার! মেগা ফাইনালে বাজিমাত বোলপুরের

সেই পবিত্র মাটি নিয়ে গিয়ে ভক্তিভরে স্থাপন করা হচ্ছে তুলসী তলায়। পুণ্যার্থীদের বিশ্বাস, এই মাটি তুলসী মন্দিরে দিলে পরিবারে সুখ-শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। এখানে ঐতিহ্যবাহী ‘তুলসী চারার মেলা’ প্রায় ৫০০ বছরের প্রাচীন। একই নিময় মেনে বছরের পর বছর এই মেলাটি চলে আসছে।

advertisement

আরও পড়ুন: পুণ্যের উদ্দেশ্যে গঙ্গাসাগরে এসে হৃদযন্ত্র বিকল হয়ে মৃত অসমের পুণ্যার্থী, চিন্তায় পুলিশকর্মীর পরিবার

সেরা ভিডিও

আরও দেখুন
বারাসাত উড়ালপুলের নীচে হকার সমস্যা সমাধানে জট! ফেন্সিংয়ের কাজে বাধা, তারপর...
আরও দেখুন

তাই প্রত্যেক বছরের মতো মকর সংক্রান্তির দিনটিকে কেন্দ্র করে কেলেঘাই নদীর পাড়ে বসেছে শতাব্দী প্রাচীন ‘তুলসী চারার মেলা’। লোকগাঁথা অনুযায়ী, বহু বছর আগে থেকে এই মেলা হয়ে আসছে। পরম্পরা মেনে এখানে প্রতি বছর হাজার হাজার মানুষ বিড় জমান। মকর স্নান সেরে যোগ দেন তুলসী চারার মেলায়। পরিবারের সুখ-শান্তি, সমৃদ্ধি কামনায় ব্রতী হন মানুষজন।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Makar Sankranti 2026: হাড়কাঁপানো শীতে কেলেঘাইয়ে ঝপাঝপ ডুব, সঙ্গে তুলসী চারার মেলা! সুখ ফেরাতে নদী থেকে মাটি তুলছেন মানুষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল