TRENDING:

West Medinipur News: খুদেদের আঙুলের ছোঁয়ায় কথা বলছে তবলা, প্রতিভা দেখে চোখ কপালে দর্শকদের! পারফরম্যান্স দেখে লোম খাড়া হয়ে যাবে

Last Updated:

West Medinipur News: ছোট ছোট শিল্পীদের এই অনবদ্য পরিবেশনা দেখে স্বাভাবিকভাবেই খুশি দর্শক থেকে শুরু করে স্থানীয় মানুষজন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেলদা, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: একজনের বয়স মাত্র পাঁচ বছর, কেউ ছয় কিংবা সাত, আবার কেউ ষোল-সতেরোর কিশোর। সারি দিয়ে বসে রয়েছে সকলে। প্রত্যেকের সামনে রাখা তবলা। ছোট ছোট আঙুলের স্পর্শে সেই তবলাই কখনও হয়ে উঠছে গানের ছন্দ, কখনও লহরার তাল। পশ্চিম মেদিনীপুর জেলার বেলদায় বেলদা ক্লাবের উদ্যোগে সরস্বতী পুজোর মঞ্চে এমনই এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার সাক্ষী থাকলেন দর্শকরা।
advertisement

সরস্বতী পুজো উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় ২৫ থেকে ২৬ জন পড়ুয়া একসঙ্গে বিভিন্ন গানের তালে তবলার লহরা পরিবেশন করে। এত কম বয়সে ছন্দ, তাল ও সুরের এমন সাবলীল উপস্থাপনা দেখে মুগ্ধ হন উপস্থিত সকলেই। পরিবেশনার শেষ পর্যায়ে এক পড়ুয়া তবলার তালে একটি গানের সুর শিসের মাধ্যমে তুলে ধরলে দর্শকদের মধ্যে উচ্ছ্বাস আরও বেড়ে যায়।

advertisement

আরও পড়ুন: থমকে গেল জাতীয় সড়ক, লাটাগুড়ির জঙ্গলে হঠাৎ ‘রোড শো’ দাঁতালের! বিশাল হাতি দেখে পর্যটকদের উল্লাস

বর্তমান সময়ে ছোট ছোট ছেলেমেয়েরা ক্রমশ মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়ছে। খেলাধুলা, সংস্কৃতি চর্চা কিংবা দলগত অনুশীলনের জায়গা দখল করে নিচ্ছে ডিজিটাল পর্দা। এই বাস্তবতাকেই মাথায় রেখে বেলদা ক্লাবের পক্ষ থেকে এমন সাংস্কৃতিক উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। তাঁদের বক্তব্য, ছোটদের মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে এবং ভারতীয় শাস্ত্রীয় সংগীত ও বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহ বাড়াতেই এই ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
স্বাধীনতা সংগ্রামীদের নাতি-নাতনিরা দিলেন বড় বার্তা! নতুনদের মনে করালেন 'আসল কর্তব্য'
আরও দেখুন

শুধু বিনোদন নয়, এই উদ্যোগের মাধ্যমে শিশুদের মধ্যে শৃঙ্খলা, ধৈর্য ও দলগতভাবে কাজ করার মানসিকতাও গড়ে উঠছে বলে মনে করছেন অভিভাবকরা। অনেকেই জানান, এই ধরনের মঞ্চ পেলে ছোটদের প্রতিভা বিকাশের সুযোগ যেমন বাড়ে, তেমনই সংস্কৃতির প্রতি ভালবাসাও তৈরি হয়। ছোট ছোট শিল্পীদের এই অনবদ্য পরিবেশনা দেখে স্বাভাবিকভাবেই খুশি দর্শক থেকে শুরু করে স্থানীয় মানুষজন। সকলেই সাধুবাদ জানিয়েছেন শিশুদের এই প্রতিভা ও আয়োজকদের এই প্রশংসনীয় উদ্যোগকে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Medinipur News: খুদেদের আঙুলের ছোঁয়ায় কথা বলছে তবলা, প্রতিভা দেখে চোখ কপালে দর্শকদের! পারফরম্যান্স দেখে লোম খাড়া হয়ে যাবে
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল