পুরাণ অনুযায়ী, অসুর আরিষ্ঠাসুর বধের পর শ্রীকৃষ্ণ গোহত্যা পাপ থেকে মুক্তির জন্য পবিত্র জলে স্নান করেন। তাঁর বাঁশির স্পর্শে সৃষ্টি হয় শ্যামকুন্ড। পরে রাধারাণী নিজের কঙ্গন দিয়ে পাশে আর একটি কুন্ড তৈরি করেন, যা রাধাকুন্ড নামে পরিচিত। শ্যামকুন্ড কৃষ্ণের শ্যামবর্ণের প্রতীক এবং রাধাকুন্ড রাধার পবিত্রতার নিদর্শন বলে বিশ্বাস করা হয়। নবদ্বীপ সুদর্শন মন্দিরে এলে এই শ্যামকুন্ড রাধাকুন্ডের জলাশয় আপনারা দেখতে পারবেন যেখানে সুদূর বৃন্দাবন থেকে পবিত্র শ্যামকুন্ড রাধাকুন্ডের জল নিয়ে এসে তারই এক নিদর্শন তুলে ধরা হয়েছে।
advertisement
গৌড়ীয় বৈষ্ণব মতে, এই দুই কুন্ডে স্নান করলে ভক্তরা বিশেষ প্রেমভক্তি লাভ করেন। তাই যারা বৃন্দাবন ধামে ইচ্ছে থাকলেও যেতে পারেন না তারা একবার এসে ঘুরে যেতে পারেন এই মন্দির থেকে এবং পাবেন বৃন্দাবনের অনুভূতি। Mainak Debnath
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 30, 2026 6:43 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Vrindavan In Nabadwip: আর ছুটতে হবে না বৃন্দাবনধামে, এবার নবদ্বীপেই শ্যামকুন্ড-রাধাকুন্ড, পবিত্র স্নানে করে নিন পাপস্খলন