TRENDING:

Vrindavan In Nabadwip: আর ছুটতে হবে না বৃন্দাবনধামে, এবার নবদ্বীপেই শ্যামকুন্ড-রাধাকুন্ড, পবিত্র স্নানে করে নিন পাপস্খলন

Last Updated:

Vrindavan In Nabadwip: বৃন্দাবনের শ্যামকুন্ড রাধাকুন্ড এবার নবদ্বীপের মাটিতে 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নবদ্বীপ : বৃন্দাবনের নিকটবর্তী গোবর্ধন অঞ্চলে অবস্থিত শ্যামকুন্ড ও রাধাকুন্ডে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায় সব সময়। দেশ-বিদেশ থেকে আগত অসংখ্য ভক্ত এই পবিত্র স্থানে স্নান ও পুজো করে আত্মিক শান্তি লাভের আশায় উপস্থিত হয়ে থাকেন। এই উপলক্ষে আবারও আলোচনায় এসেছে শ্যামকুন্ড ও রাধাকুন্ডের প্রাচীন ইতিহাস ও ধর্মীয় গুরুত্ব। তবে অনেকেই বৃন্দাবনের এই শ্যামকুন্ড ও রাধাকুন্ডে ইচ্ছে থাকলেও যেতে পারেন না তাদের জন্যই নবদ্বীপের সুদর্শন মন্দিরে সেই আদলে বৃন্দাবনের বানানো হল শ্যামকুন্ড রাধাকুন্ড!
advertisement

পুরাণ অনুযায়ী, অসুর আরিষ্ঠাসুর বধের পর শ্রীকৃষ্ণ গোহত্যা পাপ থেকে মুক্তির জন্য পবিত্র জলে স্নান করেন। তাঁর বাঁশির স্পর্শে সৃষ্টি হয় শ্যামকুন্ড। পরে রাধারাণী নিজের কঙ্গন দিয়ে পাশে আর একটি কুন্ড তৈরি করেন, যা রাধাকুন্ড নামে পরিচিত। শ্যামকুন্ড কৃষ্ণের শ্যামবর্ণের প্রতীক এবং রাধাকুন্ড রাধার পবিত্রতার নিদর্শন বলে বিশ্বাস করা হয়। নবদ্বীপ সুদর্শন মন্দিরে এলে এই শ্যামকুন্ড রাধাকুন্ডের জলাশয় আপনারা দেখতে পারবেন যেখানে সুদূর বৃন্দাবন থেকে পবিত্র শ্যামকুন্ড রাধাকুন্ডের জল নিয়ে এসে তারই এক নিদর্শন তুলে ধরা হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রাজকীয় জাঁকজমক আজ না থাকলেও লক্ষ্মী নারায়ণ জীউয়ের মন্দির এখনও জাগ্রত এইখানে
আরও দেখুন

গৌড়ীয় বৈষ্ণব মতে, এই দুই কুন্ডে স্নান করলে ভক্তরা বিশেষ প্রেমভক্তি লাভ করেন। তাই যারা বৃন্দাবন ধামে ইচ্ছে থাকলেও যেতে পারেন না তারা একবার এসে ঘুরে যেতে পারেন এই মন্দির থেকে এবং পাবেন বৃন্দাবনের অনুভূতি। Mainak Debnath

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Vrindavan In Nabadwip: আর ছুটতে হবে না বৃন্দাবনধামে, এবার নবদ্বীপেই শ্যামকুন্ড-রাধাকুন্ড, পবিত্র স্নানে করে নিন পাপস্খলন
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল