TRENDING:

West Bardhaman News: ট্রাক্টরের ধাক্কায় গুরুতর জখম টোটো চালক, সড়ক দুর্ঘটনার জেরে রণক্ষেত্র কাঁকসার পানাগড় বাজার, জাতীয় সড়ক ঘিরে অবরোধ

Last Updated:

West Bardhaman News: কাঁকসায় ট্রাক্টরের ধাক্কায় গুরুতর আহত টোটো চালক। সড়ক দুর্ঘটনাকে ঘিরে রণক্ষেত্র পানাগড়ের চৌমাথা মোড়। পুরাতন জাতীয় সড়ক ঘিরে অবরোধ ক্ষিপ্ত জনতার। ব্যাপক যানজট এলাকায়। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাঁকসা, পশ্চিম বর্ধমান, অর্পণ চক্রবর্তী: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক টোটো চালক। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়াল কাঁকসার পানাগড় বাজারে। রণক্ষেত্রের চেহারা পানাগড়ের চৌমাথা মোড়। পুরাতন জাতীয় সড়ক ঘিরে অবরোধ দেখায় ক্ষিপ্ত জনতা। ব্যাপক যানজট সৃষ্টি হয় এলাকায়।
সড়ক দুর্ঘটনাকে ঘিরে রণক্ষেত্র পানাগড়ের চৌমাথা মোড়
সড়ক দুর্ঘটনাকে ঘিরে রণক্ষেত্র পানাগড়ের চৌমাথা মোড়
advertisement

জানা যাচ্ছে, সোমবার দুপুর দেড়টা নাগাদ পানাগড় বাজারের চৌমাথা মোড়ে যাত্রী নামিয়ে রাস্তার ধারে টোটো নিয়ে দাঁড়িয়ে ছিলেন টোটো চালক পঙ্কজ পান্ডে। এমন সময় উল্টো দিক থেকে আসা একটি ট্রাক্টর সজোরে টোটোতে ধাক্কা মারে। রাস্তার উপরেই ছিটকে পড়েন পঙ্কজ।

আরও পড়ুনঃ মশা মারার ধূপ থেকে সাংঘাতিক সর্বনাশ! দাউদাউ করে জ্বলে উঠল দোকান, কাঁকসায় অগ্নিদগ্ধ মহিলা

advertisement

ট্রাক্টরটি পঙ্কজকে চাপা দেয়। গুরুতর আহত হয় বছর ৩০-এর পঙ্কজ। সঙ্গে সঙ্গে স্থানীয়রা এবং এলাকার সিভিক ভলান্টিয়াররা তাকে উদ্ধার করে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখান থেকে টোটো চালক যুবককে কাঁকসার রাজবাঁধের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। মুহূর্তের মধ্যে ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় পানাগড় বাজারে চৌমাথা মোড়ে।

আরও পড়ুনঃ কালনায় ৭৭’তম প্রজাতন্ত্র দিবস উদযাপনের মাঝে ছন্দপতন! প্যারেড চলাকালীন হঠাৎই বন্ধ ব্যান্ডের বাজনা, তারপর?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পড়াশুনো করে কবে চাকরি পাব সেই হাপিত্যেশ করে বসে না থেকে ‘করে’ দেখাল দুই বোন
আরও দেখুন

ট্রাক্টরের উপর ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। ক্ষতিপূরণের দাবিতে পানাগড় বাজারের চৌমাথা মোড়ে পুরাতন জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানা ও কাঁকসা ট্রাফিক গার্ডের বিশাল পুলিশ বাহিনী। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চালায়।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Bardhaman News: ট্রাক্টরের ধাক্কায় গুরুতর জখম টোটো চালক, সড়ক দুর্ঘটনার জেরে রণক্ষেত্র কাঁকসার পানাগড় বাজার, জাতীয় সড়ক ঘিরে অবরোধ
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল