জানা যাচ্ছে, সোমবার দুপুর দেড়টা নাগাদ পানাগড় বাজারের চৌমাথা মোড়ে যাত্রী নামিয়ে রাস্তার ধারে টোটো নিয়ে দাঁড়িয়ে ছিলেন টোটো চালক পঙ্কজ পান্ডে। এমন সময় উল্টো দিক থেকে আসা একটি ট্রাক্টর সজোরে টোটোতে ধাক্কা মারে। রাস্তার উপরেই ছিটকে পড়েন পঙ্কজ।
আরও পড়ুনঃ মশা মারার ধূপ থেকে সাংঘাতিক সর্বনাশ! দাউদাউ করে জ্বলে উঠল দোকান, কাঁকসায় অগ্নিদগ্ধ মহিলা
advertisement
ট্রাক্টরটি পঙ্কজকে চাপা দেয়। গুরুতর আহত হয় বছর ৩০-এর পঙ্কজ। সঙ্গে সঙ্গে স্থানীয়রা এবং এলাকার সিভিক ভলান্টিয়াররা তাকে উদ্ধার করে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখান থেকে টোটো চালক যুবককে কাঁকসার রাজবাঁধের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। মুহূর্তের মধ্যে ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় পানাগড় বাজারে চৌমাথা মোড়ে।
ট্রাক্টরের উপর ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। ক্ষতিপূরণের দাবিতে পানাগড় বাজারের চৌমাথা মোড়ে পুরাতন জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানা ও কাঁকসা ট্রাফিক গার্ডের বিশাল পুলিশ বাহিনী। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চালায়।
