TRENDING:

Teacher Recruitment: পুরুলিয়ার স্কুলে শিক্ষক নিয়োগ! কারা আবেদন করতে পারবেন? এখনই বিশদে জানুন

Last Updated:

পুরুলিয়া জেলার শিক্ষিত যুবক-যুবতীদের জন্য একটি গুরুত্বপূর্ণ চাকরির সুযোগ। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত পুরুলিয়া জেলার কাশীপুর বিবেকানন্দ বিদ্যাপীঠে বিভিন্ন বিষয়ের জন্য যোগ্য শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ করা হচ্ছে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শান্তনু দাস: পুরুলিয়া জেলার শিক্ষিত যুবক-যুবতীদের জন্য একটি গুরুত্বপূর্ণ চাকরির সুযোগ। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত পুরুলিয়া জেলার কাশীপুর বিবেকানন্দ বিদ্যাপীঠে বিভিন্ন বিষয়ের জন্য যোগ্য শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ করা হচ্ছে।
কাশীপুর বিবেকানন্দ বিদ্যাপীঠে বিভিন্ন বিষয়ের জন্য শিক্ষক-শিক্ষিকা নিয়োগ
কাশীপুর বিবেকানন্দ বিদ্যাপীঠে বিভিন্ন বিষয়ের জন্য শিক্ষক-শিক্ষিকা নিয়োগ
advertisement

কাশীপুর বিবেকানন্দ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মুরলীধর মণ্ডল জানান, “যে সকল বিষয়ে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হবে সেগুলো হল, সংস্কৃত, ইতিহাস, ভূগোল, জিওলজি ও বোটানি, ফিজিক্স ও কেমিস্ট্রি। সংশ্লিষ্ট বিষয়ে উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানানো হয়েছে। আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানান হয়েছে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে বলে বিদ্যালয় সূত্রে খবর।

advertisement

আরও পড়ুন: ২০ দিনের শিশুকে মায়ের কোল থেকে ছিনিয়ে কুয়োতে ছুঁড়ে ফেলে দিল বানর, তারপর যা ঘটল… শুনলে গায়ে কাঁটা দেবে!

বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, উল্লিখিত বিষয়গুলিতে শিক্ষক নিয়োগের জন্য নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা আবশ্যক। সংস্কৃত, ইতিহাস ও ভূগোল বিষয়ে আবেদনকারীদের অবশ্যই B.A. (অনার্স) অথবা M.A. ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি জিওলজি, বোটানি, ফিজিক্স ও কেমিস্ট্রি বিষয়ে প্রার্থীদের B.Sc. (অনার্স) ডিগ্রিধারী হতে হবে। এসবের সঙ্গে অবশ্যই B.Ed ডিগ্রি থাকা একান্ত জরুরি। এছাড়াও B.P.Ed ডিগ্রিধারী একজন শিক্ষক বা শিক্ষিকাকে একযোগে নিয়োগ করা হবে।

advertisement

আরও পড়ুন: ২০ হাজার বুথের তালিকা দিল জাতীয় নির্বাচন কমিশন! ERO-দের তালিকা প্রকাশের নির্দেশ

সেরা ভিডিও

আরও দেখুন
পাহাড়-জঙ্গলে সব পশুকে এক ডাকে ফেরাত এই বাঁশি, আদিম বাদ্যযন্ত্র রাই জনজাতির আত্মা
আরও দেখুন

যোগ্যতা সম্পন্ন আগ্রহী প্রার্থীদের বায়োডাটা-সহ সমস্ত প্রয়োজনীয় নথিপত্র (শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন, অভিজ্ঞতার সনদ থাকলে তা ইত্যাদি) নিয়ে সরাসরি ইন্টারভিউতে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। ইন্টারভিউয়ের তারিখ: ২৫ জানুয়ারি ২০২৬, রবিবার, সময়: সকাল ১১টা, স্থান : কাশীপুর বিবেকানন্দ বিদ্যাপীঠ।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Teacher Recruitment: পুরুলিয়ার স্কুলে শিক্ষক নিয়োগ! কারা আবেদন করতে পারবেন? এখনই বিশদে জানুন
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল