TRENDING:

East Bardhaman News: ছাড়ি গঙ্গার পরিযায়ী পাখির ছবিতে জাতীয় স্বীকৃতি! সর্বভারতীয় ফটো গ্যালারি প্রতিযোগিতায় প্রথম হলেন কলকাতার আলোকচিত্রী

Last Updated:

East Bardhaman News: ১১ জানুয়ারি মুম্বইয়ের আর্ট সোসাইটিতে অনুষ্ঠিত হয় সর্বভারতীয় ফটো গ্যালারি প্রতিযোগিতা। সেখানেই পূর্বস্থলীর ছাড়ি গঙ্গায় পরিযায়ী পাখিদের এক অনন্য মুহূর্ত ক্যামেরাবন্দি করে প্রথম হলেন কলকাতার আলোকচিত্রী তন্ময় দাস কর্মকার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্বস্থলী, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: পূর্বস্থলীর ছাড়ি গঙ্গায় পরিযায়ী পাখিদের এক অনন্য মুহূর্ত ক্যামেরায় ধরে সারা ভারত ফটো গ্যালারি প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করলেন কলকাতার আলোকচিত্রী তন্ময় দাস কর্মকার। দেশের বিভিন্ন প্রান্তের ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারদের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নিয়ে তাঁর তোলা ছবিটি বিচারকদের বিশেষভাবে মুগ্ধ করে।
মুম্বইয়ের মঞ্চে পুরিস্ককার নিচ্ছেন আলোকচিত্রী তন্ময় দাস কর্মকার
মুম্বইয়ের মঞ্চে পুরিস্ককার নিচ্ছেন আলোকচিত্রী তন্ময় দাস কর্মকার
advertisement

গত ১১ জানুয়ারি ২০২৬ মুম্বইয়ের আর্ট সোসাইটিতে অনুষ্ঠিত হয় এই সর্বভারতীয় ফটো গ্যালারি প্রতিযোগিতা। জানা যায়, ভারতের প্রায় সমস্ত রাজ্য থেকেই নামী ও অভিজ্ঞ চিত্রগ্রাহকরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। তাঁদের মধ্যেই পূর্বস্থলীর ছাড়ি গঙ্গায় তোলা পরিযায়ী পাখির এক অসাধারণ দৃশ্য সেরা হিসেবে নির্বাচিত হয়। এই সাফল্যের জন্য তন্ময় দাস কর্মকার পদকের পাশাপাশি নগদ অর্থ পুরস্কারও লাভ করেন।

advertisement

আরও পড়ুনঃ বাজারে সবজির আগুন দাম! বাড়ির ছাদ বাগানেই ফলান টাটকা আনাজ, মিটবে ৮ মাসের চাহিদা, দিশা দেখাচ্ছেন জলপাইগুড়ির রাজু

নিজের অনুভূতি জানাতে গিয়ে তন্ময় দাস কর্মকার বলেন, “এর আগেও আন্তর্জাতিক স্তরে লন্ডনের একটি সংস্থা থেকে সেরা পুরস্কার পেয়েছি। নামি ফটো কোম্পানি থেকেও দেড় লক্ষ টাকা মূল্যের লেন্স পুরস্কার হিসেবে পেয়েছিলাম। বিভিন্ন রাজ্যের প্রতিযোগিতায় ছাড়ি গঙ্গার ছবি তুলে সাফল্য এসেছে।” এই কৃতিত্বের খবর ছড়িয়ে পড়তেই চুপিতে স্থানীয় মাঝিদের উদ্যোগে তন্ময় দাস কর্মকারকে পুষ্পস্তবক ও মিষ্টি দিয়ে সংবর্ধনা জানানো হয়। যে মাঝি শাহাবুদ্দিন শেখের নৌকায় চেপে গঙ্গায় ঘুরে তিনি ছবি তুলেছিলেন, তাকেও আলাদা করে সম্মান জানানো হয়।

advertisement

আরও পড়ুনঃ রাজ্য প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতায় নজরকাড়া সাফল্য! পুরুলিয়ার মুখ উজ্জ্বল করল খুদে অম্বিকা, ধন্য ধন্য করছে সকলে

স্থানীয় মাঝিদের পক্ষ থেকে স্বপন ঘোষ বলেন, “আমাদের ছাড়ি গঙ্গার পরিযায়ী পাখিদের ছবি তুলে দেশের মধ্যে প্রথম পুরস্কার এনে দিয়েছেন তন্ময় দাস কর্মকার। এতে শুধু তাঁর নয়, আমাদের এলাকারও গৌরব বেড়েছে।” তাঁদের কথায়, এই সাফল্যের মাধ্যমে ছাড়ি গঙ্গার প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য নতুন করে সারা দেশের সামনে উঠে এসেছে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
কৃষ্ণনগরের ঢেলাই চণ্ডী দেবীর মন্দির, গাছের ডালে মাটির ঢেলা ঝুলিয়ে দেওয়া হয় পুজো
আরও দেখুন

প্রসঙ্গত, শীতকাল এলেই পূর্বস্থলীর চুপি ছাড়ি গঙ্গা ও তার চরাঞ্চলে হাজার হাজার পরিযায়ী পাখির সমাগম ঘটে। সেই মনোরম দৃশ্য ক্যামেরাবন্দি করতে প্রতিবছরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে চিত্রগ্রাহকরা এখানে আসেন। এবছর সেই ছাড়ি গঙ্গার ছবিই সর্বভারতীয় স্তরে প্রথম স্থান পাওয়ায় এলাকাবাসীর আনন্দ দ্বি’গুণ হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Bardhaman News: ছাড়ি গঙ্গার পরিযায়ী পাখির ছবিতে জাতীয় স্বীকৃতি! সর্বভারতীয় ফটো গ্যালারি প্রতিযোগিতায় প্রথম হলেন কলকাতার আলোকচিত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল