গত ১১ জানুয়ারি ২০২৬ মুম্বইয়ের আর্ট সোসাইটিতে অনুষ্ঠিত হয় এই সর্বভারতীয় ফটো গ্যালারি প্রতিযোগিতা। জানা যায়, ভারতের প্রায় সমস্ত রাজ্য থেকেই নামী ও অভিজ্ঞ চিত্রগ্রাহকরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। তাঁদের মধ্যেই পূর্বস্থলীর ছাড়ি গঙ্গায় তোলা পরিযায়ী পাখির এক অসাধারণ দৃশ্য সেরা হিসেবে নির্বাচিত হয়। এই সাফল্যের জন্য তন্ময় দাস কর্মকার পদকের পাশাপাশি নগদ অর্থ পুরস্কারও লাভ করেন।
advertisement
নিজের অনুভূতি জানাতে গিয়ে তন্ময় দাস কর্মকার বলেন, “এর আগেও আন্তর্জাতিক স্তরে লন্ডনের একটি সংস্থা থেকে সেরা পুরস্কার পেয়েছি। নামি ফটো কোম্পানি থেকেও দেড় লক্ষ টাকা মূল্যের লেন্স পুরস্কার হিসেবে পেয়েছিলাম। বিভিন্ন রাজ্যের প্রতিযোগিতায় ছাড়ি গঙ্গার ছবি তুলে সাফল্য এসেছে।” এই কৃতিত্বের খবর ছড়িয়ে পড়তেই চুপিতে স্থানীয় মাঝিদের উদ্যোগে তন্ময় দাস কর্মকারকে পুষ্পস্তবক ও মিষ্টি দিয়ে সংবর্ধনা জানানো হয়। যে মাঝি শাহাবুদ্দিন শেখের নৌকায় চেপে গঙ্গায় ঘুরে তিনি ছবি তুলেছিলেন, তাকেও আলাদা করে সম্মান জানানো হয়।
স্থানীয় মাঝিদের পক্ষ থেকে স্বপন ঘোষ বলেন, “আমাদের ছাড়ি গঙ্গার পরিযায়ী পাখিদের ছবি তুলে দেশের মধ্যে প্রথম পুরস্কার এনে দিয়েছেন তন্ময় দাস কর্মকার। এতে শুধু তাঁর নয়, আমাদের এলাকারও গৌরব বেড়েছে।” তাঁদের কথায়, এই সাফল্যের মাধ্যমে ছাড়ি গঙ্গার প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য নতুন করে সারা দেশের সামনে উঠে এসেছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রসঙ্গত, শীতকাল এলেই পূর্বস্থলীর চুপি ছাড়ি গঙ্গা ও তার চরাঞ্চলে হাজার হাজার পরিযায়ী পাখির সমাগম ঘটে। সেই মনোরম দৃশ্য ক্যামেরাবন্দি করতে প্রতিবছরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে চিত্রগ্রাহকরা এখানে আসেন। এবছর সেই ছাড়ি গঙ্গার ছবিই সর্বভারতীয় স্তরে প্রথম স্থান পাওয়ায় এলাকাবাসীর আনন্দ দ্বি’গুণ হয়েছে।






