Yoga Champion: রাজ্য প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতায় নজরকাড়া সাফল্য! পুরুলিয়ার মুখ উজ্জ্বল করল খুদে অম্বিকা, ধন্য ধন্য করছে সকলে

Last Updated:

Purulia Yoga Champion: পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের উদ্যোগে অনুষ্ঠিত ৪১'তম রাজ্য প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরুলিয়ার খুদে ছাত্রীর নজরকাড়া সাফল্য।

+
অম্বিকা

অম্বিকা সূত্রধর

পুরুলিয়া, শান্তনু দাস: পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের উদ্যোগে অনুষ্ঠিত হওয়া ৪১’তম রাজ্য প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরুলিয়ার খুদে ছাত্রীর নজরকাড়া সাফল্য। আদ্রা নিগম নগর জুনিয়র বেসিক স্কুলের প্রতিভাবান খুদে ছাত্রী অম্বিকা সূত্রধর যোগা ‘খ’ বিভাগে অসাধারণ দক্ষতার পরিচয় দিয়ে রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে।
উত্তর ২৪ পরগনায় অনুষ্ঠিত হওয়া এই রাজ্য স্তরের প্রতিযোগিতায় মাত্র সাত বছর বয়সেই এমন কৃতিত্ব অর্জন করায় অম্বিকার সাফল্যে আনন্দ ও গর্বে ভরে উঠেছে তার বিদ্যালয়, পরিবার এবং গোটা এলাকা। অম্বিকার এই সাফল্য শুধু তার পরিবার নয়, গর্বিত করেছে তার জন্মভূমি আড়রা গ্রামকেও।
আরও পড়ুনঃ পালং পাটিসাপটা, ফুলকপির পায়েস খেয়েছেন কখনও! নতুন স্বাদের পিঠে মিলছে পিঠেপুলি উৎসবে, খেতে হলে আসতেই হবে, এমন টেস্ট ভোলার নয়
দ্বিতীয় শ্রেণির খুদে ছাত্রী অম্বিকা জানায়, এই সাফল্য অর্জন করতে পেরে সে খুবই আনন্দিত। সে জানায়, গত দু’বছর ধরে নিয়মিত যোগার প্রশিক্ষণ নিচ্ছে এবং ভবিষ্যতে যোগার মাধ্যমেই আরও বড় সাফল্য অর্জনের স্বপ্ন দেখছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অম্বিকার বাবা চন্দন সূত্রধর মেয়ের এই কৃতিত্বে গর্ব প্রকাশ করে বলেন, “আমার মেয়ের এই সাফল্যে আমি খুবই আনন্দিত। একজন বাবা হিসেবে ভীষণ গর্ব অনুভব করছি।” তিনি আরও জানান, ছোটবেলায় তাঁর নিজেরও যোগার প্রতি গভীর আগ্রহ ছিল, তবে নানা কারণে সেই স্বপ্ন পূরণ করা সম্ভব হয়নি। আজ মেয়ের সাফল্যের মধ্য দিয়ে তিনি যেন নিজের অপূর্ণ স্বপ্ন পূরণ হতে দেখছেন। খুদে অম্বিকার এই সাফল্য আগামী দিনে আরও অনেক শিশুকে যোগা ও ক্রীড়া চর্চায় উৎসাহিত করবে বলেই মনে করছেন এলাকাবাসী।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Yoga Champion: রাজ্য প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতায় নজরকাড়া সাফল্য! পুরুলিয়ার মুখ উজ্জ্বল করল খুদে অম্বিকা, ধন্য ধন্য করছে সকলে
Next Article
advertisement
West Bengal Weather Update: আগামী কয়েকদিন একই রকম আবহাওয়া, কবে থেকে রাজ্যে কমবে শীত? জেনে নিন
আগামী কয়েকদিন একই রকম আবহাওয়া, কবে থেকে রাজ্যে কমবে শীত? জেনে নিন
  • আগামী কয়েকদিন একই রকম আবহাওয়া

  • কবে থেকে রাজ্যে কমবে শীত?

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement