TRENDING:

South 24 Parganas News: রেজিস্ট্রি সেরে ফেরার পথেই চিরতরে বিচ্ছেদ, রাস্তায় হবু বর-কনের করুণ পরিণতি! দুর্ঘটনায় প্রাণ গেল দু'জনের, আহত আরও ২

Last Updated:

South 24 Parganas News: চন্দন বৈদ্য ও রচনা হালদার রেজিস্ট্রি ম্যারেজ সম্পন্ন করার পর শপিং করে বাইকে করে বাড়ি ফিরছিলেন। কিন্তু দুর্ঘটনায় সব শেষ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মন্দিরবাজার, দক্ষিণ ২৪ পরগণা, আনিশ উদ্দিন মোল্লা: দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থানার মাধবপুর এলাকায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই বাইক চালকের। গুরুতর আহত অবস্থায় আরও দুই বাইক আরোহী চিকিৎসাধীন। নিহত দুই বাইক চালকের নাম চন্দন বৈদ্য, তিনি স্থানীয় আটাপাড়া এলাকার বাসিন্দা। অন্যদিকে আর এক মৃতের নাম সাহারুল মোল্লা। তিনি দাদপুর এলাকার বাসিন্দা।
মন্দিরবাজারে দুর্ঘটনায় মৃত ২।
মন্দিরবাজারে দুর্ঘটনায় মৃত ২।
advertisement

অন্যদিকে আহত দুই বাইক আরোহীর নাম রচনা হালদার ও তামিম হোসেন পিয়াদা। দুজনই গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার চন্দন বৈদ্য ও রচনা হালদার রেজিস্ট্রি ম্যারেজ সম্পন্ন করার পর শপিং করে বাইকে করে বাড়ি ফিরছিলেন। সেই সময় মাধবপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর একটি বাইকের সঙ্গে তাদের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।

advertisement

আরও পড়ুন: উধাও হাড়কাঁপানো ঠান্ডা, ফেব্রুয়ারির শুরুতেই আবহাওয়ার বড়সড় ভোলবদল! দেখুন IMD’র লেটেস্ট আপডেট

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা চন্দন বৈদ্য ও সাহারুল মোল্লাকে মৃত বলে ঘোষণা করেন। আহত রচনা হালদার ও তামিম হোসেন পিয়াদার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে কলকাতায় স্থানান্তরিত করা হয়।

advertisement

আরও পড়ুন: মোহনপুর ব্রিজের ‘একতরফা’ নিয়মে ক্ষোভে ফেটে পড়লেন ট্রাক মালিকরা, অবরোধের জেরে ভয়াবহ যানজট

সেরা ভিডিও

আরও দেখুন
বাবার কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম, টোটো চালিয়ে ভবিষ্যৎ গড়ছে পুরুলিয়ার আদিবাসী কন্যা
আরও দেখুন

ঘটনার জেরে শোকের ছায়া নেমেছে মৃতদের পরিবারে। অন্যদিকে পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। যেখানে পরিবারে বিয়ের আনন্দে মেতে উঠেছিলেন সকলে, সেখানে এমন ঘটনায় সবাই কার্যত ভেঙে পড়েছেন। অন্যদিকে গুরুতর আহত দুজনের স্বাস্থ্যের অবস্থাও পরিবাররে সদস্যদের চিন্তায় রেখেছে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas News: রেজিস্ট্রি সেরে ফেরার পথেই চিরতরে বিচ্ছেদ, রাস্তায় হবু বর-কনের করুণ পরিণতি! দুর্ঘটনায় প্রাণ গেল দু'জনের, আহত আরও ২
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল