সরস্বতী পুজোর সময় গ্রামজুড়ে দুর্গাপুজোর মতোই মহাধুমধাম চোখে পড়ে। আলো-রোশনাই আর আনন্দে মেতে ওঠেন মানুষজন। হিঙ্গলগঞ্জের মামুদপুর এলাকার বহু বাড়ির পাশাপাশি পাড়ায় পাড়ায় ক্লাবগুলিও সাড়ম্বরে সরস্বতী পুজো আয়োজন করে।
আরও পড়ুনঃ মা তারার দর্শন আর হল না! চলন্ত ট্রেনে উঠতে ফসকে গেল পা, জলপাইগুড়ির মহিলার মর্মান্তিক পরিণতি
advertisement
বছরে অন্যান্য পুজো থাকলেও সরস্বতী পুজোকে ঘিরেই থাকে সবচেয়ে বেশি উন্মাদনা। ছোট থেকে বড়— সব বয়সের মানুষের অংশগ্রহণে এই পুজো কার্যত গ্রাম্য উৎসবের চেহারা নেয়। বাঙালির প্রিয় শারদীয় দুর্গোৎসবের সঙ্গে তুলনা করলে কোনও অংশেই পিছিয়ে নেই মামুদপুরের সরস্বতী পুজো।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
একাধিক ক্লাব সংগঠন লক্ষাধিক টাকার বাজেটে প্রতিবছর অভিনব থিমে সাজিয়ে তোলে মণ্ডপ। শিল্পীর নিখুঁত ছোঁয়ায় বিদ্যার দেবী সরস্বতীর প্রতিমা হয়ে ওঠে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। সুন্দরবনের এই গ্রামে সরস্বতী পুজো শুধু ধর্মীয় আচার নয়, বরং সংস্কৃতি, ঐতিহ্য ও সম্মিলিত উদযাপনের এক উজ্জ্বল দৃষ্টান্ত— যেখানে দুর্গাপুজোর মতোই মহাধুমধাম করে বাগদেবীর আরাধনা হয়ে ওঠে এলাকার মানুষের গর্বের উৎসব।





