Jalpaiguri News: মা তারার দর্শন আর হল না! চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ফসকে গেল পা, জলপাইগুড়ির মহিলার মর্মান্তিক পরিণতি
- Reported by:SUROJIT DEY
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
Jalpaiguri News: ট্রেন ছেড়ে দেওয়ার পর চলন্ত অবস্থায় হুড়মুড়িয়ে উঠতে গিয়েই পা ফসকে ট্রেনের নিচে পড়ে যান ওই মহিলা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
জলপাইগুড়ি, সুরজিৎ দেঃ তারাপীঠ গিয়ে তারা মায়ের দর্শন করা আর হল না। সাতসকালেই জলপাইগুড়ি শহরে শোকের ছায়া নেমে এল। চলন্ত ট্রেনে উঠতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। শুক্রবার সকালে জলপাইগুড়ি টাউন স্টেশনের কাছে ঘটনাটি ঘটেছে।
জানা গিয়েছে, এদিন সকালে হলদিবাড়ি–কলকাতা সুপারফাস্ট ট্রেনে ওঠার সময় এই দুর্ঘটনা ঘটে। ট্রেন ছেড়ে দেওয়ার পর চলন্ত অবস্থায় হুড়মুড়িয়ে উঠতে গিয়েই পা ফসকে ট্রেনের নিচে পড়ে যান ওই মহিলা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মৃত মহিলার নাম অঞ্জনা ধর। তিনি জলপাইগুড়ি শহরের অরবিন্দ নগরের বাসিন্দা।
আরও পড়ুনঃ সরস্বতী পুজোয় ইতিহাসের চমক! বর্ধমানে লালকেল্লা থিমে বাগদেবীর আরাধনা, বিশেষ আকর্ষণ লেজার-সাউন্ড শো
পরিবারের সদস্যদের কথায়, সকালে দুই মহিলা বাড়ি থেকে তারাপীঠের উদ্দেশে রওনা দিয়েছিলেন। তবে বাড়ি থেকে বেরোতে কিছুটা দেরি হওয়ায় ট্রেন ছেড়ে দেয়। সেই ট্রেনে ওঠার চেষ্টা করতেই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। পরিবারের দাবি, ট্রেন থামার আগেই দেহটি গুরুতরভাবে ক্ষতবিক্ষত হয়ে যায়।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঘটনার প্রত্যক্ষদর্শী তথা স্থানীয় বাসিন্দা সুমিত সাহা জানান, ট্রেন ছাড়ার পর হঠাৎ থেমে যায়। সামনে গিয়ে দেখা যায় চিৎকার-চেঁচামেচি চলছে। কাছে গিয়ে দেখা যায় এক মহিলার দেহ রেললাইনে পড়ে রয়েছে। খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য ট্রেন চলাচল ব্যাহত হয়।
Location :
Jalpaiguri,Jalpaiguri,West Bengal
First Published :
Jan 23, 2026 2:34 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Jalpaiguri News: মা তারার দর্শন আর হল না! চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ফসকে গেল পা, জলপাইগুড়ির মহিলার মর্মান্তিক পরিণতি










