আরও পড়ুন– যাত্রীদের জন্য সুখবর ! প্রায় ১৫ বছর পর রিটার্ন টিকিট আবার ফিরতে চলেছে কলকাতা মেট্রোয়
এছাড়াও এই ছাত্রাবাসে নিজেদের ছাত্র জীবন কাটিয়ে গিয়েছেন ভারতের অসংখ্য বিচারপতি এবং আইনজীবী। কবি, সাহিত্যিক এবং রাজনীতিবিদ থেকে শুরু করে আইন জগতের অনেক নক্ষত্রের পথচলা শুরু এই ছাত্রাবাস থেকে ।
advertisement
এই সরস্বতী পুজোর উদ্যোক্তাদের সঙ্গে নাম জড়িয়ে আছে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বের। এবারের সরস্বতী পুজোর বিশেষত্ব হল মন্ত্রের গান রূপে উপস্থাপনা। শেষ ৬ বছর ধরে সংস্কৃত বিশেষজ্ঞ আচার্য অনুভব হাজরা এই পুজো করে আসছেন। বর্তমান পুজোটিও আচার্য অনুভব হাজরার নেতৃত্বে সুষ্ঠু সংস্কৃত উচ্চারণে সম্পন্ন হয়েছে। সম্ভবত এটি এই হস্টেলের শেষ সরস্বতী পুজো, কারণ বয়স এবং ক্ষয়ক্ষতিজনিত কারণে এই ভবনটিকে ভেঙে ফেলা হবে ।
ঐতিহ্যশালী এই ভবনটিকে রক্ষা করার জন্য সবার দৃষ্টি আকর্ষণ করারই প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। কারণ ভবনটি ভেঙে ফেলার সঙ্গে সঙ্গে ধূলিসাৎ হয়ে যাবে এর ভিতরে লুকিয়ে থাকা শতাব্দী প্রাচীন ইতিহাস। এত দীর্ঘ সময় ধরে চলা সরস্বতী পুজো কলকাতায় তথা গোটা রাজ্যেই বিরল । তাই এই পুজার ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে উদ্বেগে আছেন বহু প্রাক্তন ছাত্র এবং বিশিষ্টজনেরা।
