আগে থেকেই বিষয়টি নিয়ে আলোচনায় বসতে চলেছে জেলা স্বাস্থ্য বিভাগ। নিপা ভাইরাসের লক্ষন দেখা দিলে বা জ্বর হলে, লালা পরীক্ষার ব্যবস্থা করা, দুটি রুম এবং আলাদা ইউনিট করার পরিকল্পনা নিয়েছে পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের। রাজ্য থেকে নির্দেশিকা এলেই সমস্ত প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের এমএসভিপি সুকমল বিষয়ী।
advertisement
আরও পড়ুন: প্লাস্টিকই এবার পুজোর অলংকার, ফেলনা বোতল-চামচে চমকে দেওয়ার তোড়জোড়! সরস্বতী পুজোয় নয়া ভাবনা
খেজুর গুড়ের রস খাওয়া থেকে এই সংক্রমন ছড়ানোর আশঙ্কা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ খেজুর গাছের টাঙানো পাত্রে বাদুড়ের সংস্পর্শে নিপা ভাইরাস ছড়ানোর সম্ভাবনা থেকেই যাচ্ছে। তাই এই বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। এই সময় খেজুর রস বা খেজুর গুড় খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য দফতর।
আরও পড়ুন: চপ বিক্রি করে দু’হাত ভরে রোজগার, আড়াই ঘণ্টায় ১২০০ পিস সাবাড়! খেতে গেলে দিতে হবে লাইন
এছাড়াও নিপা ভাইরাস আক্রমণের যে সমস্ত উপসর্গগুলি রয়েছে, তেমন উপসর্গ দেখা দিলে সতর্ক হতে বলা হয়েছে। পাশাপাশি সময় নষ্ট না করে চিকিৎসাকেন্দ্রে যেতে বলা হচ্ছে মানুষকে। অন্যদিকে বিষয়টি নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
