পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে গণধর্ষণের শিকার হয় নাবালিকা। পড়াশোনার জন্য ওই নাবালিকা ছাত্রী পুরুলিয়ার রেল স্টেশন সংলগ্ন এলাকায় গিয়েছিল। গভীর রাত পর্যন্ত বাড়ি না ফেরায় বাবা পুরুলিয়া সদর থানার দারস্থ হন। এর পরেই সদর থানার পুলিশ অপহরণের মামলা রুজু করে নাবালিকাকে খোঁজ শুরু করে।
তদন্তে নামার কিছু সময় পরই উদ্ধার করা হয় নাবালিকা ছাত্রীকে। ছাত্রী জানায় সে গণধর্ষণের শিকার হয়েছে। এর পরে তাকে শারীরিক পরীক্ষা করানো হয়। পাশাপাশি আদালতে বিচারকের কাছে তার গোপন জবানবন্দি নেওয়া হয়। নাবালিকার জবানবন্দি পাওয়ার পরেই ধর্ষণ ও পসকো ধারায় মামলা রুজু করে অভিযুক্তদের গ্রেফতার করেছে সদর থানার পুলিশ। শনিবার রাতেই ধৃতদের আটক করা হয়েছে। ধৃতরা পুরুলিয়া শহরের কেতিকা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।
advertisement
সোমাবর ধৃত ৬ জনকে পুরুলিয়া জেলা আদালতে পেশ করা হয়। একজন শারীরিকভাবে অসুস্থ থাকায় তাকে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ধৃত ৬ অভিযুক্তের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে পুরুলিয়া জেলা আদালত।ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে গোটা শহরে। দোষীদের উপযুক্ত শাস্তির দাবি তুলছে শহরবাসী।






