TRENDING:

Purulia News: পুরুলিয়ার গৃহবধূদের হাতের কামাল! ৩৫ ফুটের টুসু চৌডল গড়ে নজির স্থাপন, নারীর সৃজনশীলতায় লোকসংস্কৃতি সংরক্ষণে নতুন দিশা

Last Updated:

Purulia News: পুরুলিয়ার টুসু সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরতে এবার এক অভিনব উদ্যোগ। প্রায় ২০ জন গৃহবধূ মিলে তৈরি করেছেন ৩৫ ফুটের বিশালাকার টুসু চৌডল। যা ইতিমধ্যেই এলাকাজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শান্তনু দাস: পুরুলিয়ার টুসু সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরতে এবার এক অভিনব উদ্যোগ নিল পুরুলিয়ার মানবাজারের সিঁদুরপুর গ্রামের প্রায় ২০ জন গৃহবধূ। লোকঐতিহ্যের প্রতি গভীর ভালবাসা ও সৃজনশীলতার অনন্য প্রকাশ হিসেবে তাঁরা নির্মাণ করেছেন প্রায় ৩৫ ফুট দীর্ঘ এক বিশালাকার টুসু চৌডল, যা ইতিমধ্যেই এলাকাজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। নিজেদের হাতের নিপুণ কারুকার্যে তৈরি এই টুসু চৌডল শুধুমাত্র একটি শিল্পকর্ম নয়, বরং পুরুলিয়ার সমৃদ্ধ সংস্কৃতি ও লোকঐতিহ্যের এক জীবন্ত প্রতীক।
advertisement

প্রায় ১০ থেকে ১২ হাজার টাকার স্থানীয় ও সহজলভ্য উপকরণ ব্যবহার করে, দিনের পর দিন অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে এই চৌডলটি নির্মাণ করেছেন গ্রামের গৃহবধূরা। তাঁদের এই উদ্যোগ গ্রামীণ শিল্পচর্চা ও লোকসংস্কৃতির সংরক্ষণে এক নতুন দিশা দেখাচ্ছে বলেই মনে করছেন সংস্কৃতিপ্রেমীরা।

আরও পড়ুনঃ চোখের সামনে জলজ্যান্ত মহাভারতের যুদ্ধ! কুরুক্ষেত্রের আবহে বাঁকুড়া কলেজ মোড়ে নজরকাড়া সরস্বতী পুজো, দেখতে মানুষের ঢল

advertisement

নির্মাণকারীদের মধ্যে জ্যোৎস্না মাহাতো, মমতা মাহাতো, পূর্ণিমা মাহাতো ও সবিতা মাহাতোরা জানান, রাত-দিন পরিশ্রম করেই তাঁরা এই টুসু চৌডলটি সম্পূর্ণ করেছেন। তাঁদের সম্মিলিত প্রচেষ্টা ও নিষ্ঠার ফলেই এত বড় এবং আকর্ষণীয় এক শিল্পকর্ম সম্ভব হয়েছে। এই ব্যতিক্রমী উদ্যোগকে ঘিরে সিঁদুরপুর-সহ গোটা মানবাজার এলাকায় উৎসাহ ও উচ্ছ্বাসের আবহ তৈরি হয়েছে।

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১১৪ বছর পুরনো বর্ধমানের সরস্বতী পুজো! বিসর্জনের পর আজও দেওয়া হয় চানাচুর-চকোলেট
আরও দেখুন

গ্রামীণ সমাজে থেকেও যে সৃজনশীলতার মাধ্যমে লোকসংস্কৃতিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব, মানবাজারের এই গৃহবধূদের উদ্যোগ তা আরও একবার প্রমাণ করে দিল। লোকসংস্কৃতির ধারক ও বাহক হিসেবে নারীর ভূমিকা যে কতটা গুরুত্বপূর্ণ, এবং তাঁদের হাত ধরেই যে গ্রামীণ সংস্কৃতি বিশ্বমুখী হতে পারে, এই টুসু চৌডল তারই উজ্জ্বল উদাহরণ।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia News: পুরুলিয়ার গৃহবধূদের হাতের কামাল! ৩৫ ফুটের টুসু চৌডল গড়ে নজির স্থাপন, নারীর সৃজনশীলতায় লোকসংস্কৃতি সংরক্ষণে নতুন দিশা
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল