নিজেদের পরিশ্রম, কৌতূহল ও সৃজনশীলতার সমন্বয়ে তৈরি এই টেলিস্কোপ ছাত্রীদের বিজ্ঞানমনস্কতা ও উদ্ভাবনী শক্তির স্পষ্ট পরিচয় বহন করে। পাঠ্যবইয়ের গণ্ডি ছাড়িয়ে হাতে-কলমে বিজ্ঞান শেখার এই অভিজ্ঞতা তাদের শেখার আগ্রহকে আরও বাড়িয়ে তুলেছে। কাশীপুর বিধানসভার হুড়া উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির মোট ১২ জন ছাত্রী এই টেলিস্কোপটি তৈরি করেছে।
আরও পড়ুন: ভারী যান চলাচলের নয়া আপডেট! মোহনপুর ব্রিজের লোড ক্যাপাসিটি বেড়ে হল ৩৫ টন, খুশি ব্যবসায়ীরা
advertisement
বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সরস্বতী মণ্ডল জানায়, “সামান্য কিছু উপকরণ দিয়েই আমরা এই টেলিস্কোপটি তৈরি করেছি। বাজার থেকে উপকরণ কিনে এনে নিজেদের চেষ্টায় কাজটি সম্পন্ন করেছি। খুব ভাল লাগছে নিজেদের হাতে এই টেলিস্কোপ বানিয়ে।” অন্যদিকে বিদ্যালয়ের শিক্ষিকা বিজয়লক্ষ্মী শিকারি বলেন, “এটা আমাদের স্কুলের জন্য অত্যন্ত গর্বের বিষয়। ছাত্রীদের নিজেদের উদ্যোগ ও পরিশ্রমে এই টেলিস্কোপ তৈরি করা সত্যিই প্রশংসনীয়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তিনি আরও বলেন, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এই ভাবেই আরও এগিয়ে যাক এটাই আমরা চাই।” এই উদ্যোগ শুধু বিদ্যালয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, গোটা পুরুলিয়া জেলার কাছেই এক গর্বের বিষয় হয়ে উঠেছে। ছাত্রীদের এই সাফল্য প্রমাণ করে, সঠিক দিকনির্দেশনা ও সুযোগ পেলে অল্প সম্পদেও বড় স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব।





