TRENDING:

East Medinipur News: গোলাপে গোলাপে ছয়লাপ! হাইব্রিড, মিনিয়েচার, ক্লাইম্বিং...এত রকমের গোলাপ কোথায় পাওয়া যাচ্ছে জানেন?

Last Updated:

গোলাপ যদি ভালবাসেন তাহলে চলে আসুন এই জায়গায়। একসঙ্গে দেখতে পাবেন, হাইব্রিড টি, ফ্লোরিবুন্ডা, মিনিয়েচার, ক্লাইম্বিং এবং ওল্ড গার্ডেন রোজ। এছাড়াও জনপ্রিয় ডাবল ডিলাইট, আইসবার্গ, জুলিও ইগলিসিস, কুইন মেরি, সোলারি, পার্পল রেইন প্রজাতির গোলাপ ফুল। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পাঁশকুড়া, সৈকত শী:  ফুল ভালবাসে না, এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না! আর তা যদি হয় গোলাপ তাহলে তো আর কথাই নেই। কারণ গোলাপকে বলা হয় ভালবাসার প্রতীক। সেই গোলাপ ফুল নিয়ে আস্ত ফেস্টিভ্যাল। যেখানে রয়েছে নানান প্রজাতির গোলাপ। আর আপনি গোলাপ যদি ভালবাসেন তাহলে চলে আসুন এই জায়গায়।
advertisement

একসঙ্গে দেখতে পাবেন, হাইব্রিড টি, ফ্লোরিবুন্ডা, মিনিয়েচার, ক্লাইম্বিং এবং ওল্ড গার্ডেন রোজ। এছাড়াও জনপ্রিয় ডাবল ডিলাইট, আইসবার্গ, জুলিও ইগলিসিস, কুইন মেরি, সোলারি, পার্পল রেইন প্রজাতির গোলাপ ফুল।

আরও পড়ুন: বলুন তো কোন ভিটামিনের অভাবে রাতে ঘুমের মধ‍্যে মুখ দিয়ে লালা ঝরে? কোন সমস‍্যার লক্ষণ? এখনই জানুন

advertisement

পাঁশকুড়ার পরিচয় ফুল দিয়ে। বর্তমানে ফুলের জন্য বিখ্যাত হয়েছে পাঁশকুড়া। শুধু শীতকালে ফুল চাষ নয় সারা বছরই পাঁশকুড়ার নানান জায়গায় ফুল চাষ হয়। পাঁশকুড়ার কংসাবতী নদীর তীরবর্তী গ্রাম পারলঙ্কা। এলাকার উর্বর মাটিতে সারা বছরই চাষ হয় গোলাপ। মাঠের পর মাঠ গোলাপ ফুলে ঘেরা। বিভিন্ন ধরনের গোলাপ ফোটে। আর এই গ্রামটি গোলাপের জন্যই পরিচিত।

advertisement

গোলাপ চাষ এখানকার কৃষকদের অন্যতম প্রধান জীবিকা। এই কৃষকেরা শুধুমাত্র গোলাপ চাষের মধ্যে আর সীমাবদ্ধ থাকতে চায় না। গোলাপ চাষের খ্যাতি ছড়িয়ে দিতে আয়োজন করেছে রোজ ফেস্টিভ্যাল। যেখানে নানান ধরনের গোলাপের সঙ্গে পরিচয় ঘটছে সাধারণ মানুষের।

আরও পড়ুন: শরীরের কোন কোন অংশ সবচেয়ে বেশি নোংরা জানেন? সাবান মেখে স্নানের পরেও জমছে ময়লা! বাসা বাঁধতে পারে রোগ, খুব সাবধান

advertisement

এই গোলাপ ফেস্টিভ্যালের অন্যতম আয়োজক অনুপম মাইতি জানান, “পাঁশকুড়ার ফুলচাষ বর্তমানে সাধারণ মানুষের মনে ধরেছে। ফুলের সৌন্দর্য দেখতে নানান জায়গা থেকে মানুষ ছুটে আসছে পাঁশকুড়ায়। পাঁশকুড়ার কংসাবতীর তীরে অন্যান্য ফুলের পাশাপাশি গোলাপ ফুলের চাষ সারা বছর হয়। গোলাপ ফুলের জন্য বিখ্যাত পারলঙ্কা গ্রাম। এই গ্রামের প্রধান চাষ গোলাপ ফুল। এই গোলাপ ফুল নিয়ে ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। যার মূল উদ্দেশ্য সাধারণ মানুষকে নানান ধরনের গোলাপের সঙ্গে পরিচয় করে দেওয়া। এর পাশাপাশি অন্যান্য অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গোলাপে গোলাপে ছয়লাপ! হাইব্রিড, মিনিয়েচার, ক্লাইম্বিং...এত গোলাপ কোথায় পাওয়া যাচ্ছে?
আরও দেখুন

এই রোজ ফেস্টিভালে শুধুমাত্র গোলাপ দেখা নয়। হাতে-কলমে গোলাপের প্রশিক্ষণ পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি গোলাপ চাষের জন্য বইও পাওয়া যাচ্ছে। উদ্যোক্তারা পর্যটকদের জন্য গোলাপ চারা ফ্রিতে দেওয়ারও আয়োজন করেছে। সব মিলিয়ে এই রোজ ফেস্টিভালে একসঙ্গে নানান প্রজাতির গোলাপ দেখার যেমন সুযোগ রয়েছে তেমনি বাড়িতে চারাগাছ এনে গোলাপ ফুটিয়ে তোলার সুযোগ করে দিয়েছে উদ্যোক্তারা। পাঁশকুড়ার পারলঙ্কা গ্রামে এলেই দেখতে পাবেন মাঠের পর মাঠে বিভিন্ন প্রজাতির গোলাপ ফুল।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Medinipur News: গোলাপে গোলাপে ছয়লাপ! হাইব্রিড, মিনিয়েচার, ক্লাইম্বিং...এত রকমের গোলাপ কোথায় পাওয়া যাচ্ছে জানেন?
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল