সাধারণত সাদা ও হলুদ রঙের কাঠগোলাপ চোখে পড়লেও অঙ্কুশের সংগ্রহে রয়েছে নীল, লালসহ নানা বিরল ও বিদেশি প্রজাতির কাঠগোলাপ, যা মুহূর্তেই নজর কেড়েছে নেটিজেনদের। বর্তমানে পলতায় নিজের বাড়ির ছাদকেই একটি পূর্ণাঙ্গ কাঠগোলাপের সংগ্রহশালায় রূপ দিয়েছেন অঙ্কুশ। বিদেশ থেকে প্রায় ২৬ থেকে ২৭ হাজার টাকা ব্যয় করে চারা এনে সযত্নে পরিচর্যার মাধ্যমে ফুল ফোটাচ্ছেন তিনি।
advertisement
অন্যান্য ফুলগাছের তুলনায় কাঠগোলাপের পরিচর্যা তুলনামূলক সহজ হওয়ায় এই গাছগুলির প্রতি তাঁর আগ্রহ আরও বেড়েছে বলে জানান অঙ্কুশ। শুধু শখেই থেমে থাকেননি তিনি। এখন এই বিদেশি ও বিরল প্রজাতির কাঠগোলাপের চারা বিক্রিও করছেন অঙ্কুশ। বিরলতার কারণে গাছগুলির দাম তুলনামূলক বেশি হলেও, তা সত্ত্বেও দূর-দূরান্ত এমনকি ভিনরাজ্য থেকেও অর্ডার আসছে।
কেরল, রাজস্থানসহ দেশের নানা প্রান্তে নিয়মিত চারা পাঠাচ্ছেন তিনি। ডাল কেটে মাটিতে বসিয়েই সাধারণ পরিবেশে চারা তৈরি করা সম্ভব হওয়ায় ক্রেতাদের মধ্যেও এই গাছের চাহিদা বাড়ছে। ছোটবেলা থেকেই গাছের প্রতি আলাদা টান ছিল অঙ্কুশের। বিভিন্ন ধরনের ফুলগাছ লাগালেও কাঠগোলাপের প্রতিই জন্মায় বিশেষ ভালোবাসা। পেশায় শিক্ষিকা পিসির কাছেই বড় হওয়া অঙ্কুশের, আর এই শখই আজ তাঁকে উপার্জনের পথ দেখিয়েছে। সব মিলিয়ে অভিনব এই কাঠগোলাপের ছাদবাগান এখন শুধু এলাকায় নয়, সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।





