TRENDING:

North 24 Parganas News: নিখোঁজ যুবকের নিথর দেহ উদ্ধার ঘিরে ব্যাপক উত্তেজনা! বাড়িতে আগুন, পুলিশকে ঘিরেও তুমুল বিক্ষোভ মাটিয়ায়

Last Updated:

North 24 Parganas News: ২২ বছর বয়সী যুবকের মৃত্যু ঘিরে উত্তেজনা উত্তর ২৪ পরগনায়। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা আরও বেড়েছে স্থানীয় তৃণমূলের উপ-প্রধানের কীর্তিতে। এলাকায় ক্ষোভ বেড়েছে অনেকটাই। ঠিক কী ঘটল এলাকায়? চলুন দেখে নেওয়া যাক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মাটিয়া, উত্তর ২৪ পরগনা, অনুপম সাহা: ২২ বছর বয়সী যুবকের মৃত্যু ঘিরে উত্তেজনা উত্তর ২৪ পরগনায়। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা আরও বেড়েছে স্থানীয় তৃণমূলের উপ-প্রধানের কীর্তিতে। এলাকায় ক্ষোভ বেড়েছে অনেকটাই। ঠিক কী ঘটল এলাকায়? চলুন দেখে নেওয়া যাক।
নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে উত্তেজনা
নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে উত্তেজনা
advertisement

যুবকের মৃত্যুর এমন ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার মাটিয়া থানার চাঁপাপুকুর গ্রাম পঞ্চায়েতের সিথুলিয়া গ্রামে। ওই গ্রামের রিয়াজ মণ্ডল গত চারদিন ধরে নিখোঁজ ছিলেন, নিখোঁজ থাকার পরিপ্রেক্ষিতে পরিবারের সদস্যরা মাটিয়া থানায় একটি নিখোঁজ অভিযোগ দায়ের করেন। ইতিমধ্যে আজ, সোমবার সিথুলিয়ার একটি আমবাগানের ভিতরে থাকা এক পরিত্যক্ত ডোবা থেকে রিয়াজের দেহ উদ্ধার করে গ্রামের মানুষ। তার দেহে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন আছে বলে দাবি।

advertisement

আরও পড়ুন: রোজই বাড়ি থেকে উধাও হয়ে যাচ্ছিল হাঁস-মুরগি-পায়রা! কারণ খুঁজে পাচ্ছিল না কেউ, শেষমেশ সতর্ক হতেই ধরা পড়ল আসল ‘চোর’ গন্ধগোকুল

এই ঘটনায় রিয়াজ নিখোঁজ হওয়ার পর অভিযোগের ভিত্তিতে গতকাল সন্দেহভাজন দু’জনকে আটক করেছিল মাটিয়া থানার পুলিশ। কিন্তু স্থানীয় তৃণমূলের উপ-প্রধান পিন্টু মণ্ডল তাদের ছাড়িয়ে নিয়ে আসে থানা থেকে। আর তাতেই ক্ষোভ বাড়ে কয়েকগুণ। এরপর আবার আজ রিয়াজের দেহ উদ্ধার হওয়ার পর স্বাভাবিকভাবেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষরা। ঘটনাস্থলে তৈরি হয় উত্তেজনা।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ডিমের দামে অজুহাত! শান্তিপুরে ICDS সেন্টারে শিশুদের পাতে অর্ধেক পুষ্টি, ফুঁসছেন অভিভাবকরা
আরও দেখুন

অন্যদিকে ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তবে পুলিশ এলেও পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকার মানুষ। অন্যদিকে উপ-প্রধান পিন্টু মণ্ডল এলে তার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। প্রাণ বাঁচাতে ঘটনাস্থল থেকে চম্পট দেন পিন্টু মণ্ডল। এমন পরিস্থিতিতে এলাকা মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় র‍্যাফ।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: নিখোঁজ যুবকের নিথর দেহ উদ্ধার ঘিরে ব্যাপক উত্তেজনা! বাড়িতে আগুন, পুলিশকে ঘিরেও তুমুল বিক্ষোভ মাটিয়ায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল