যুবকের মৃত্যুর এমন ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার মাটিয়া থানার চাঁপাপুকুর গ্রাম পঞ্চায়েতের সিথুলিয়া গ্রামে। ওই গ্রামের রিয়াজ মণ্ডল গত চারদিন ধরে নিখোঁজ ছিলেন, নিখোঁজ থাকার পরিপ্রেক্ষিতে পরিবারের সদস্যরা মাটিয়া থানায় একটি নিখোঁজ অভিযোগ দায়ের করেন। ইতিমধ্যে আজ, সোমবার সিথুলিয়ার একটি আমবাগানের ভিতরে থাকা এক পরিত্যক্ত ডোবা থেকে রিয়াজের দেহ উদ্ধার করে গ্রামের মানুষ। তার দেহে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন আছে বলে দাবি।
advertisement
এই ঘটনায় রিয়াজ নিখোঁজ হওয়ার পর অভিযোগের ভিত্তিতে গতকাল সন্দেহভাজন দু’জনকে আটক করেছিল মাটিয়া থানার পুলিশ। কিন্তু স্থানীয় তৃণমূলের উপ-প্রধান পিন্টু মণ্ডল তাদের ছাড়িয়ে নিয়ে আসে থানা থেকে। আর তাতেই ক্ষোভ বাড়ে কয়েকগুণ। এরপর আবার আজ রিয়াজের দেহ উদ্ধার হওয়ার পর স্বাভাবিকভাবেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষরা। ঘটনাস্থলে তৈরি হয় উত্তেজনা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অন্যদিকে ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তবে পুলিশ এলেও পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকার মানুষ। অন্যদিকে উপ-প্রধান পিন্টু মণ্ডল এলে তার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। প্রাণ বাঁচাতে ঘটনাস্থল থেকে চম্পট দেন পিন্টু মণ্ডল। এমন পরিস্থিতিতে এলাকা মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় র্যাফ।
