Palm Civet Rescue: রোজই বাড়ি থেকে উধাও হয়ে যাচ্ছিল হাঁস-মুরগি-পায়রা! কারণ খুঁজে পাচ্ছিল না কেউ, শেষমেশ সতর্ক হতেই ধরা পড়ল আসল 'চোর' গন্ধগোকুল
- Reported by:RAKESH MAITY
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
Howrah Palm Civet Rescue: বেশকিছু দিন ধরে গৃহস্থের বাড়ি থেকে একটা একটা করে পায়রা, হাঁস, মুগরি উধাও হয়ে যাচ্ছে। কীভাবে কেন এমন ঘটনা ঘটছে কারণ সামনে আসছিল না, কারণ জানতে সতর্ক ছিল পরিবার। অবশেষে সামনে এল কারণ।
পূর্ণবয়স্ক গন্ধগোকুল উদ্ধার উলুবেড়িয়ায়! জেলায় বিভিন্ন প্রান্ত থেকে বন্যপ্রাণীর নানা সমস্যায় খবর উঠে আসে বিভিন্ন সময়। বিভিন্ন কারণে বহু বন্যপ্রাণী প্রাণ হারাচ্ছে, কখনও লোকালয়ে প্রবেশ করে মানুষের হাতে আক্রান্ত হচ্ছে। আবার কখনও সড়ক দুর্ঘটনার মতো নানা কারণেও তাদের আহত থেকে প্রাণহানি নানা সমস্যায় পড়তে হচ্ছে। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
advertisement
advertisement
advertisement
স্থানীয় কিছু বাসিন্দা আপত্তি জানায় প্রাণীটিকে স্থানীয় এলাকায় ছাড়তে। পরে পরিবেশ কর্মী দেবাশীষ সাঁতরা বন দফতরকে বিষয়টি জানান। তারপর বন দফতরের কর্মীরা এসে গন্ধগোকুলটি উদ্ধার করে গড়চুমুক প্রাণী চিকিৎসা কেন্দ্র নিয়ে যায়। এর পাশাপাশি এদিন দেবাশীষ সাঁতরা বাসিন্দাদের পশু-পাখি ও নিপা ভাইরাস রোগ সম্পর্কে সচেতনতার বার্তা দেন, কী করা উচিত বা কী করা উচিত নয়। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)






