TRENDING:

North 24 Parganas News: আট বছরের প্রেম, প্রতিশ্রুতি দিয়ে সহবাস! বিয়ের নাম শুনেই প্রেমিকের ভোলবদল, শেষে পুলিশের জালে

Last Updated:

North 24 Parganas News: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ। এক যুবককে গ্রেফতার করেছে গাইঘাটা থানার পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বনগাঁ, উত্তর ২৪ পরগনা, অনিরুদ্ধ কির্তনীয়া: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ। ঘটনার তদন্তে নেমে এক যুবককে গ্রেফতার করেছে গাইঘাটা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতের নাম অসীম ঘোষ। প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে ওই যুবক প্রতারণা করেছেন বলে অভিযোগ উঠেছে।
গাইঘাটা থানা
গাইঘাটা থানা
advertisement

অভিযোগকারিণীর দাবি, অভিযুক্ত অসীম ঘোষের সঙ্গে তাঁর গত আট বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের সুযোগ নিয়ে অভিযুক্ত বারবার বিয়ের আশ্বাস দিয়ে তাঁর সঙ্গে সহবাস করেন। অভিযোগ, এই সময় অভিযুক্ত অভিযোগকারিণীর কাছ থেকে অসীম নগদ ৭০ হাজার টাকাও নেন।

আরও পড়ুন: তিরঙ্গা আলোয় মুড়ল নবাবের মহল, দেশপ্রেমের জোয়ারে ভাসছে হাজারদুয়ারি! ভোলবদল দেখলে চোখ ধাঁধিয়ে যাবে

advertisement

কিন্তু এত কিছুর পরে অভিযুক্ত যুবক বিয়ে করতে রাজি ছিলেন না বলে অভিযোগ। অভিযোগকারিণীর দাবি, বিয়ের কথা বললে অভিযুক্ত অসীম তা অস্বীকার করেন। দীর্ঘদিনের সম্পর্কের এমন পরিণতি দেখে তিনি আইনের দ্বারস্থ হন। গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে।

আরও পড়ুন: মা ঘরে থাকবে সারাবছর, জলে দিলেও গলবে না! বাঁকুড়ার শিল্পীর ‘অ্যান্টি বিসর্জন’ ভাবনায় নয়া চমক

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অঙ্ক দেখলেই ভয়! মাধ্যমিকের আগেই সেরা টিপস্ দিলেন শিক্ষক, মনে রাখলেই ১০০ তে ১০০
আরও দেখুন

অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক থাকার পরেও কেন যুবক বিয়ে করতে রাজি ছিলেন না, সেই বিষয়টি অনেকের কাছেই স্পষ্ট নয়। একই সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার পরেও তিনি কেন সম্পর্ক অস্বীকার করেছেন, তা বুঝে উঠতে পারছেন না অভিযোগকারীনি নিজেও। আর এই সম্পর্কের টানাপোড়নের মাঝেই তিনি থানার দ্বারস্থ হন।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: আট বছরের প্রেম, প্রতিশ্রুতি দিয়ে সহবাস! বিয়ের নাম শুনেই প্রেমিকের ভোলবদল, শেষে পুলিশের জালে
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল