শিল্পকলার জন্য পদ্মশী পেলেন বীরভুমের সিউড়ীর তৃপ্তি মুখোপাধ্যায়। সিউড়ী সুভাষপল্লীর তৃপ্তি মুখোপাধ্যায়। কাঁথা স্টিচের কাজ শিখিয়ে প্রচুর মহিলাকে সাবলম্বী করেছেন তিনি। আগে তিনি শিল্পগুরু অ্যাওয়ার্ড পেয়েছিলেন ভারত সরকার থেকে। ২০২৫ তিনি তারা কাজের খ্যাতি নিয়ে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ করছিলেন।
সুপ্রতিম দাস, সিউড়ি: শিল্পকলার জন্য পদ্মশী পেলেন বীরভুমের সিউড়ীর তৃপ্তি মুখোপাধ্যায়। সিউড়ী সুভাষপল্লীর তৃপ্তি মুখোপাধ্যায়। কাঁথা স্টিচের কাজ শিখিয়ে প্রচুর মহিলাকে সাবলম্বী করেছেন তিনি। আগে তিনি শিল্পগুরু অ্যাওয়ার্ড পেয়েছিলেন ভারত সরকার থেকে। ২০২৫ তিনি তারা কাজের খ্যাতি নিয়ে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ করছিলেন। পদ্মশ্রী পাওয়ার খবরে খুশী তৃপ্তি। উল্লেখ্য, তার একটি বাইকের শোরুম রয়েছে। এছাড়াও, পদ্মশ্রী সম্মানে ভূষিত হচ্ছেন উত্তরবঙ্গের ডঃ মহেন্দ্র নাথ রায়। কেন্দ্র সরকারের পক্ষ থেকে পদ্মশ্রী পুরস্কারের ঘোষণা হতেই আবেগে ভাসলেন তিনি। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের প্রাক্তন ডিন ও আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ছিলেন অধ্যাপক মহেন্দ্রনাথ রায়। রসায়ন বিভাগে দীর্ঘ শিক্ষাজীবন ও সমাজের প্রতি অবদানের স্বীকৃতি হিসেবেই এ বছর তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করার ঘোষণা করা হয়েছে।