আহত বিশ্বজিৎ মন্ডলের বাড়ি স্বরূপনগর থানার মালঙ্গপাড়া এলাকায়। পেশাগত দায়িত্ব পালন করতে তিনি শাঁড়াপুল-নির্মাণ এলাকায় গিয়েছিলেন। অভিযোগ, ঋণের কিস্তি সংগ্রহের মাঝেই আচমকা তার উপর ঝাঁপিয়ে পড়ে দুষ্কৃতীরা। মুহূর্তের মধ্যেই শান্ত এলাকা পরিণত হয় আতঙ্কের মঞ্চে।
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোতা অস্ত্র দিয়ে বিশ্বজিতের মাথায় একের পর এক আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। চারদিকে তখন শুধু চিৎকার আর আতঙ্ক—হঠাৎ কীভাবে এমন ঘটনা ঘটল, বুঝে উঠতে পারেননি কেউই।
স্থানীয়দের তৎপরতায় দ্রুত তাকে উদ্ধার করে শাঁড়াপুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শুরু হলেও তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা দ্রুত সিদ্ধান্ত নেন তাকে উন্নত চিকিৎসার জন্য বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানোর। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন। এই ঘটনায় এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে তীব্র চাঞ্চল্য। সাধারণ মানুষের মনে ভয়ের ছায়া, পাশাপাশি প্রশ্ন উঠছে—ঋণ আদায়কারীদের নিরাপত্তা আদৌ কতটা সুনিশ্চিত? নিত্যদিনের এই কাজ কি ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছে? খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ঋণ সংক্রান্ত বিবাদ থেকেই কি এই হামলা, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনও গভীর রহস্য—সব দিক খতিয়ে দেখা হচ্ছে। আহতের পরিবারের সঙ্গে কথা বলে দোষীদের দ্রুত চিহ্নিত করে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।
Julfikar Molla






