TRENDING:

North 24 Parganas News: প্রেয়সীর গালে হাত তুলতেই তুলকালাম, দলবল নিয়ে প্রেমিকের ঘরে চড়াও প্রেমিকার পরিবার! ভয়ে সিঁটিয়ে প্রেমিকের বাবা-মা

Last Updated:

North 24 Parganas News: প্রেমিকাকে চড় মারার অভিযোগে প্রেমিকের বাড়িতে ভাঙচুর। অভিযোগ প্রেমিকার পরিবারের বিরুদ্ধে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বনগাঁ, উত্তর ২৪ পরগণা, অনিরুদ্ধ কির্তনীয়া: প্রেমিকাকে চড় মারার অভিযোগে প্রেমিকের বাড়িতে ভাঙচুর। অভিযোগ প্রেমিকার পরিবারের বিরুদ্ধে। যে ঘটনাকে কেন্দ্র করে উত্তাল এলাকা। জানা গিয়েছে, রাগের বসে নাকি প্রেমিকাকে চড় মারেন প্রেমিক। আর সেখান থেকেই ঘটনার সূত্রপাত।
ঘরের তছনছ অবস্থা
ঘরের তছনছ অবস্থা
advertisement

অন্যদিকে ঘটনার কথা প্রেমিকার পরিবারে সদস্যরা জানতে পেরে প্রেমিকের বাড়িতে চড়াও হয় বলে অভিযোগ। প্রেমিকের পরিবারের লোকেদের মারধর করা হয় এবং বাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ উঠেছে। উত্তর ২৪ পরগণার গাইঘাটা থানার পাঁচপোতা এলাকার ঘটনা।

আরও পড়ুন: চোখধাঁধানো সৌন্দর্য, শুশুনিয়ার সমান আনন্দ পাবেন এখানেও! পর্যটকদের কাছে আজও অচেনা এই রত্ন

advertisement

এই ঘটনায় ইতিমধ্যে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেছে প্রেমিকের পরিবার। পরিবারের সদস্যদের দাবি, তাঁরা আতঙ্কে আছেন। সামান্য কারণে প্রেমিকার পরিবার যেভাবে আক্রমণ করেছে, তাতে রীতিমতো অবাক গিয়েছেন আশপাশের মানুষজন। অভিযোগ পেয়ে ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে গাইঘাটা থানার পুলিশ।

আরও পড়ুন: পুরনো পদ্ধতিতে সোনা ফলবে মাঠে, ভাগ্য খুলে যাবে চাষিদের! সীমান্তের কৃষি মেলায় নয়া দিশা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আলু সিদ্ধ আর ফ্যান ভাতই রোজের খাবার, ক্রশকান্ট্রিতে দেশের প্রতিনিধিত্ব পুরুলিয়ার কিশোরের
আরও দেখুন

প্রেমিকের বাবার অভিযোগ, প্রেমিকার সঙ্গে তাঁর ছেলের বর্তমানে সম্পর্কজনিত সমস্যা চলছিল। তার মধ্যেই পিকনিকে ডাকা হয় তাঁর ছেলেকে। সেখানেই কথা কাটাকাটি থেকে অশান্তি। আর সেই কারণেই প্রেমিকের বাড়িতে ভাঙচুর চালিয়েছে প্রেমিকার পরিবার, এমনটাই অভিযোগ করেছেন তিনি।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: প্রেয়সীর গালে হাত তুলতেই তুলকালাম, দলবল নিয়ে প্রেমিকের ঘরে চড়াও প্রেমিকার পরিবার! ভয়ে সিঁটিয়ে প্রেমিকের বাবা-মা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল