TRENDING:

Nadia News: গুরুদায়িত্ব কাঁধে তুলে নিলেন কলেজ পড়ুয়ারা, সমাজের বড় রোগ সারানোর শপথ! খুশিতে গদগদ সবাই

Last Updated:

Nadia News: সমাজকে নেশা মুক্ত করতে দায়িত্ব নিল কলেজ পড়ুয়ারা। খুশি অভিভাবক থেকে সমাজ বিশেষজ্ঞরা। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আসাননগর, নদিয়া, মৈনাক দেবনাথ: আসাননগর কলেজে পালিত হল নেশা মুক্ত ভারত অভিযান। আসাননগর মদনমোহন তর্কালঙ্কার কলেজ এবং নদিয়া জেলা প্রশাসনের সমাজ কল্যাণ বিভাগের যৌথ উদ্যোগে পালিত হল নেশা মুক্ত ভারত অভিযান। উক্ত কর্মসূচির মূল উদ্দেশ্য হল সমগ্র ভারতকে নেশা জাতীয় দ্রব্য থেকে মুক্ত করা এবং মানুষকে সচেতন করা।
সমাজকে নেশা মুক্ত করতে দায়িত্ব নিল কলেজ পড়ুয়ারা
সমাজকে নেশা মুক্ত করতে দায়িত্ব নিল কলেজ পড়ুয়ারা
advertisement

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসাননগর মদনমোহন তর্কালঙ্কার কলেজের প্রিন্সিপাল ডঃ অশোক কুমার দাস, জেলা সমাজকল্যাণ বিভাগের আধিকারিক অমিতাভ ভট্টাচার্য, ওয়ান স্টেপ সেন্টারের এডমিনিস্ট্রেটর অলিভা ঘোষ, চাইল্ড লাইন এর সুপারভাইজার আশিস সরকার।

আরও পড়ুন: গঙ্গাসাগর মেলা শেষ হতেই অন্য রুপে রাজ্যের ৬ হেভিওয়েট মন্ত্রী, চেনা মানুষদের ‘এইভাবে’ দেখে অবাক পুণ্যার্থীরা

advertisement

নেশা মুক্ত ভারত অভিযানের জেলার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক অমিতাভ ভট্টাচার্য বলেন ‘নবাগত শিক্ষার্থীদের নেশার প্রকোপ থেকে মুক্ত করায় এই কর্মসূচির একটি অন্যতম উদ্দেশ’। কলেজের অধ্যক্ষ ড‌ঃ অশোক কুমার দাস বলেন ‘আমাদের কলেজে আজ ৯৪ জন ছাত্রছাত্রী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং তাঁরা প্রতিজ্ঞা করে যে, তাঁরা নেশা জাতীয় দ্রব্যের কুপ্রভাব সম্পর্কে তাঁদের পরিবার এবং অন্যান্য প্রতিবেশীদের সচেতন করবে এবং নেশা মুক্ত ভারত গঠনেও  সক্রিয় ভূমিকা পালন করবে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
উপেক্ষিত পাহাড়, অদম্য বিশ্বাস
আরও দেখুন

অনুষ্ঠানের সঞ্চালক তথা শিক্ষা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডঃ অনিরুদ্ধ সাহা জানান ‘বিদ্যালয় স্তরে এবং বিশেষ করে কলেজ স্তরের বহু ছাত্র-ছাত্রী দেখা যায় এই বয়সে নেশায় আসক্ত হয়ে পড়ে। এই ধরনের সেমিনার একদিকে যেমন ছাত্র-ছাত্রীদের নেশার কুপ্রভাব গুলিকে বুঝতে সক্ষম করবে, অন্যদিকে তা দূরীকরণেও সহায়তা করে। পারস্পরিক প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Nadia News: গুরুদায়িত্ব কাঁধে তুলে নিলেন কলেজ পড়ুয়ারা, সমাজের বড় রোগ সারানোর শপথ! খুশিতে গদগদ সবাই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল