অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসাননগর মদনমোহন তর্কালঙ্কার কলেজের প্রিন্সিপাল ডঃ অশোক কুমার দাস, জেলা সমাজকল্যাণ বিভাগের আধিকারিক অমিতাভ ভট্টাচার্য, ওয়ান স্টেপ সেন্টারের এডমিনিস্ট্রেটর অলিভা ঘোষ, চাইল্ড লাইন এর সুপারভাইজার আশিস সরকার।
advertisement
নেশা মুক্ত ভারত অভিযানের জেলার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক অমিতাভ ভট্টাচার্য বলেন ‘নবাগত শিক্ষার্থীদের নেশার প্রকোপ থেকে মুক্ত করায় এই কর্মসূচির একটি অন্যতম উদ্দেশ’। কলেজের অধ্যক্ষ ডঃ অশোক কুমার দাস বলেন ‘আমাদের কলেজে আজ ৯৪ জন ছাত্রছাত্রী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং তাঁরা প্রতিজ্ঞা করে যে, তাঁরা নেশা জাতীয় দ্রব্যের কুপ্রভাব সম্পর্কে তাঁদের পরিবার এবং অন্যান্য প্রতিবেশীদের সচেতন করবে এবং নেশা মুক্ত ভারত গঠনেও সক্রিয় ভূমিকা পালন করবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অনুষ্ঠানের সঞ্চালক তথা শিক্ষা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডঃ অনিরুদ্ধ সাহা জানান ‘বিদ্যালয় স্তরে এবং বিশেষ করে কলেজ স্তরের বহু ছাত্র-ছাত্রী দেখা যায় এই বয়সে নেশায় আসক্ত হয়ে পড়ে। এই ধরনের সেমিনার একদিকে যেমন ছাত্র-ছাত্রীদের নেশার কুপ্রভাব গুলিকে বুঝতে সক্ষম করবে, অন্যদিকে তা দূরীকরণেও সহায়তা করে। পারস্পরিক প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।






