TRENDING:

Raibeshe Dance: লড়াইয়ের আরেক নাম রায়বেঁশে! আজও অভাবের সংসারে পুরনো লোকসংস্কৃতিই অন্ন জোগায় মুর্শিদাবাদে

Last Updated:

Murshidabad Raibeshe Dance: আধুনিকতার চাপে হারিয়ে যেতে বসা রায়বেঁশে নৃত্যই আজও মুর্শিদাবাদের কিছু মানুষের রোজগারের প্রধান উৎস। পুরনো এই লোকসংস্কৃতি আর প্রান্তিক জীবনের টানাপোড়েনের গল্প।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ, তন্ময় মণ্ডল: মুর্শিদাবাদের বড়ঞার বাসিন্দা। তাঁদের অর্থ রোজগার চলে বিভিন্ন জায়গায় গিয়ে রায়বেঁশে নৃত্য পরিবেশন করেই। কাঁতুর গ্রামে যুবকরা বিভিন্ন জায়গায় রণপা-সহ বিভিন্ন কসরত নৃত্য পরিবেশন করে মানুষের মন জয় করে। আর যা অর্থ উপার্জন হয় তা দিয়েই যেমন চলে সংসার ঠিক তেমনই এটাই হারিয়ে যাওয়া লোক সংস্কৃতিকে টিকিয়ে রেখেছেন প্রায় ১৫ জন যুবক।
advertisement

কয়েকবছর আগে পর্যন্ত পাড়া-মহল্লার বিভিন্ন অনুষ্ঠানে ডাক পড়ত রায়বেঁশে কলাকুশলীদের ৷ যুবক-যুবতীরা এসে শারীরিক কসরত দেখাত, ঢোল-কাঁসর ঘণ্টার তালে নাচত ৷ সেসব দেখতে ভিড়ও জমত খুব ৷ কিন্তু, চিত্রটা বদলে গেল দ্রুত ৷ এখন আর ডাক পড়ে না রায়বেশেঁর কলাকুশলীদের ৷ প্রজাতন্ত্র দিবস বা স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কোনও কোনও জায়গায় এখনও ডাক পড়ে রায়বেঁশেদের ৷ তবে তার সংখ্যা হাতেগোনা ৷ ফলে ক্রমশ হারিয়ে যেতে বসেছে বঙ্গদেশের প্রাচীন লোকনৃত্য রায়বেঁশে।

advertisement

আরও পড়ুন: বড় স্বস্তি! প্রান্তিক সেন্ট্রাল ডুয়ার্সে এই প্রথম গড়ে উঠছে স্বাস্থ্যকেন্দ্র, খুশির হাওয়া এলাকায়

রায়বেঁশেকে তার হারানো মর্যাদা ফিরিয়ে দেওয়ার চেষ্টা এই প্রথম নয়৷ এর আগে এই লোকনৃত্যকে প্রচারের আলোয় আনার চেষ্টা করেছিলেন ব্রতচারী আন্দোলনের প্রতিষ্ঠাতা গুরুসদয় দত্ত৷ তিনি চেয়েছিলেন গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা লোকনৃত্যগুলিকে ব্রতচারীর সঙ্গে সম্পৃক্ত করতে৷ তারই পদক্ষেপ হিসেবে রায়বেঁশেকেও ব্রতচারীর সঙ্গে যুক্ত করতে চেয়েছিলেন, করেওছিলেন৷ তবে তা স্থায়ী হয়নি৷ কারণ, ব্রতচারীও ক্রমাগত ফিকে হতে শুরু করে৷ স্বাভাবিকভাবেই লোকস্মৃতি থেকে হারিয়ে যেতে শুরু করে রায়বেঁশে৷

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
লড়াইয়ের আরেক নাম রায়বেঁশে! আজও অভাবের সংসারে পুরনো লোকসংস্কৃতিই অন্ন জোগায় মুর্শিদাবাদে
আরও দেখুন

কী এই রায়বেঁশে? রায় কথার অর্থ বড় বা সম্ভ্রান্ত৷ বেঁশে কথার অর্থ বাঁশ৷ অর্থাৎ বাঁশের তৈরি শক্ত লাঠি দিয়ে দেখানো কসরত৷ আনুমানিক কয়েকশো বছর আগে বীরভূমে রায়বেঁশের পথচলা শুরু। শোনা যায়, জমিদারদের লাঠিয়ালরা রায়বেঁশে করত৷ তাদের পায়ে থাকত ঘুঙুর, হাতে লাঠি বা লম্বা বাঁশ ৷ ঢোল ও করতালের তালে তালে তারা শারীরিক কসরত দেখাত৷ তবে বড়ঞার এই যুবকরা এই রায়বেঁশেকে আজও টিকিয়ে রেখেছেন একদিকে জীবিকা উপার্জন অন্যদিকে এই লোকসংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Raibeshe Dance: লড়াইয়ের আরেক নাম রায়বেঁশে! আজও অভাবের সংসারে পুরনো লোকসংস্কৃতিই অন্ন জোগায় মুর্শিদাবাদে
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল